ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিতে যেতে না পারা কর্মীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী প্রথম ধাপে ১৮ হাজার কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ড. ইউনূস সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ, আটক ২১ বাংলাদেশি মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির ৬ লাখ টাকাতেও মালয়েশিয়ায় পাঠাতে পারেননি, এখন সব পক্ষের টালবাহানা ! সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ডলার লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ দিল্লি, নিউইয়র্কসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 261

 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী । তিনি বলেন, যে দেশে যে ধরনের কর্মীর চাহিদা আছে সেই দেশে সেই ধরনের কর্মী পাঠানো হবে। সে লক্ষ্যে চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

 

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি কর্মী নিয়ে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মতবিনিময় সভায়।

 

বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘ সময় লাগার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। এছাড়া অদক্ষ কর্মী ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি পাঠাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়। কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরো বেশিসংখ্যক কর্মী পাঠাতে করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তারা।

শেয়ার করুন

দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী । তিনি বলেন, যে দেশে যে ধরনের কর্মীর চাহিদা আছে সেই দেশে সেই ধরনের কর্মী পাঠানো হবে। সে লক্ষ্যে চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

 

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি কর্মী নিয়ে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মতবিনিময় সভায়।

 

বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘ সময় লাগার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। এছাড়া অদক্ষ কর্মী ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি পাঠাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়। কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরো বেশিসংখ্যক কর্মী পাঠাতে করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তারা।