রিক্রটিং এজেন্সি মালিকদের সম্মানে সম্মিলিত গণতান্ত্রিক জোট’র ঈদ পুনর্মিলনী
- আপডেটের সময় : ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 239
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকদের ( বায়রা নির্বাচনী প্যানেল ভিত্তিক) সংগঠন বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে ২০২৪) রাজধানীর পরীবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে অনুষ্ঠান হয়। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই আয়োজনটি রুপ নেয় রিক্রুটিং এজেন্সি মালিকদের মিলনমেলায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়রা’র সাবেক সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়রা’র সাবেক মহাসচিব ও সম্মিলিত গণতান্ত্রিক জোটের আহ্বায়ক মো: রুহুল আমিন স্বপন।
সভাপতির বক্তব্যে বায়রা’র সাবেক মহাসচিব মো: রুহুল আমিন স্বপন বলেন, বায়রার সব সদস্য যদি একত্রিত হয়, তাহলে যে এই খাতের সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে। তিনি বলেন, রেমিট্যান্স হচ্ছে বরতমানে সরকারের জন্য বড় একটা ইস্যু আর রেমিট্যান্স আনার পিছনের কারিগর হচ্ছে বায়রা। তিনি আরো বলেন, শুধু শ্রম বান্ধব বায়রা বা সদস্য বান্ধব বায়রা না হয়ে, দেশ বান্ধব বায়রা হতে হবে। যদি দেশ বান্ধব বায়রা হয় তাহলে সরকার বুজতে পারবে বায়রা’র প্রতিটি সদস্য দেশ প্রেমিক। আর দেশ প্রেমিক হলে বায়রা’র কোনো সমস্যা থাকবে না বলেও আশা প্রকাশ করেন রুহুল আমিন স্বপন
এছাড়া বন্ধ শ্রমবাজার খুলতে, বোয়েসেল যে দেশের সাথে সম্পৃক্ত আছে সেখানে বায়রা কিভাবে সম্পৃক্ত হতে পারে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের সকল রিক্রুটিং এজেন্সির সাথে কিভাবে ব্যবসা করা যায় এসব বিষয়ে এক টেবিলে বসে আলোচনা করলে সব শ্রম বাজার সবার জন্য খুলে যাবে বলে আশা করেন রুহুল আমিন স্বপন।
বায়রা’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি তার বক্তব্যে বলেন, বেকারত্ব দূর করতে সহায়তা করে এই সেক্টর। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সবাইকে চাকরি দেয়া সম্ভব না, কারণ প্রতি বছর ৩০ থেকে ২৫ লক্ষ্য কর্মী বের হয় চাকরি প্রত্যাশী। প্রবাসে যায় ১০ থেকে ১২ লাখ আর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকার কিছু কর্মসংস্থানের সুযোগ দেয়। তারপরও কিন্তু ৪ বা ৫ লাখ প্রতি বছর বেকার থেকে যাচ্ছে। আর এই সেক্টরটা দেশের অর্থনীতিকে রক্ত সঞ্চালন করে। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা এবং বায়রা সদস্যরা মিলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বায়রা’র সভাপতি মো: আবুল বাশার, বায়রা’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, বায়রা’র সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজ, সাবেক বায়রা’র মহাসচিব ও সাবেক হাব সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সাবেক বায়রা’র মহাসচিব এবং সাবেক আটাব’র সভাপতি মনছুর আহমেদ কালাম, সাবেক বায়রা’র মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান, যুগ্ম মহাসচিব টিপু সুলতান, শওকত সিকদার, কে এম মোবারক উল্লাহ শিমুল, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, লিমা কামালসহ বায়রা নেতারা।