মালয়েশিয়ায় পেনাংএ প্রচারণা সভা: প্রবাস স্কিমে অংশগ্রহণের আহবান
- আপডেটের সময় : ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 102
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহবান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। রবিবার (১৯ মে) স্থানীয় সময় বিকাল ৩টায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর তামান পেলাঙ্গি শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় হাইকমিশনার এ আহবান জানান।
বাংলাদেশের সিটি ব্যাংক পিএলসি এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার ও বাংলাদেশ হাইকমিশন থেকে আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘দীর্ঘ মেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।’
হাইকমিশনার বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।’
প্রচারণা সভার সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান ফারাজী। সভায় বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) প্রণব কুমার ভট্টাচার্য্য এবং কাউন্সেলর (শ্রম), সৈয়দ শরিফুল ইসলাম।
প্রচারণা সভাটি সঞ্চালনা করেন সিবিএল মানি ট্রান্সফার এর তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, গাজী ইউনুছ আলী ও মো: ইসমাইল জবিউল্লাহ সুমন।
এছাড়া সভায় হাইকমিশনার প্রবাসীদের নানান সমস্যার কথা শুনেন ও প্রবাসীদের প্রশ্নদের উত্তর দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।