ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক আজীবন সম্মাননা পেলেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এশিয়া জুড়ে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম ‘এশিয়ান কে-পপ স্টারস’ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের পাঁয়তারা বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা” মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা মালয়েশিয়ায় ৩ মাসে বাংলাদেশিসহ ১৯,৩৬১ অবৈধ আটক

কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 330

 

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি প্রায় ১২’শ শিক্ষার্থীর। দেশটির স্থানীয়দের সঙ্গে মিসরীয় নাগরিকদের সাথে সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কিরগিজস্তানের রাজধানী বিসকেকে স্থানীয় বাসিন্দাদের সাথে মিশরের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা পরিষ্কার নয়।

 

এরপর শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল কম্পাউন্ডে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা। এ বিষয়ে কিরগিজ প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। ফলে, সরকারি মেডিক্যালের শিক্ষার্থী নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসরকারি মেডিক্যালে পড়া প্রায় ৯’শর বেশি শিক্ষার্থী।

 

কিরগিজ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির এমবিবিএস দ্বিতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম জানান, তারা একরকম গৃহবন্দি রয়েছেন। অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

 

তিনি বলেন, কিরগিজস্তানে বাংলাদেশে দূতাবাস না থাকায় প্রতিবেশি উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তারা। এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। দেশটিতে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

 

এদিকে, ভারত-পাকিস্তানের সরকার তাদের শিক্ষার্থীদের ইতোমধ্যে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনজন পাকিস্তানি শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কোনো কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে ১৪ জন পাকিস্তানি শিক্ষার্থী আহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে।

 

প্রসঙ্গত, ব্যয় কম হওয়ায় কিরগিজস্তানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যা পড়তে যান দেশটিতে।

শেয়ার করুন

কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি শিক্ষার্থীদের

আপডেটের সময় : ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

 

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি প্রায় ১২’শ শিক্ষার্থীর। দেশটির স্থানীয়দের সঙ্গে মিসরীয় নাগরিকদের সাথে সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কিরগিজস্তানের রাজধানী বিসকেকে স্থানীয় বাসিন্দাদের সাথে মিশরের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা পরিষ্কার নয়।

 

এরপর শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল কম্পাউন্ডে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা। এ বিষয়ে কিরগিজ প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। ফলে, সরকারি মেডিক্যালের শিক্ষার্থী নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসরকারি মেডিক্যালে পড়া প্রায় ৯’শর বেশি শিক্ষার্থী।

 

কিরগিজ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির এমবিবিএস দ্বিতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম জানান, তারা একরকম গৃহবন্দি রয়েছেন। অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

 

তিনি বলেন, কিরগিজস্তানে বাংলাদেশে দূতাবাস না থাকায় প্রতিবেশি উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তারা। এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। দেশটিতে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

 

এদিকে, ভারত-পাকিস্তানের সরকার তাদের শিক্ষার্থীদের ইতোমধ্যে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনজন পাকিস্তানি শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কোনো কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে ১৪ জন পাকিস্তানি শিক্ষার্থী আহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে।

 

প্রসঙ্গত, ব্যয় কম হওয়ায় কিরগিজস্তানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যা পড়তে যান দেশটিতে।