ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩১ মে’র মধ্যেই অপেক্ষায় থাকা ক‍র্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে

স্টাফ রিপো‍র্টার, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 343

 

মালয়েশিয়া সরকারের নি‍‍র্ধারণ করা সময়ের মধ্যেই দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা ক‍‍র্মীদের পাঠানোর জন্য সব ধরণের সহযোগিতা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়৤ এজন্য বায়রা নেতাদের সাথে জরুরি বৈঠকও করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিন৤

 

বুধবার (১৫ মে ২০২৪) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে বায়রা নেতাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী ও সচিব৤ বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, ৩১ মে’র মধ্যে সব ক‍‍‍‍র্মী পাঠানো হবে৤ বেধে দেয়া ৩১ মে’র সময়সীমা বাড়াতে মালয়েশিয়াকে  চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।যদিও সময়ের অপেক্ষা না করে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে  বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

বায়রার সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমদ, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর,  বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূ‍র্ণ ব্যবসায়িরা বৈঠকে অংশ নেন৤

 

২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর, ২০২২ এর ৮ আগস্ট কর্মী যাওয়া শুরু হয়। আর চলতি বছরের ১৪ মে পর্যন্ত দেশটিতে গেছে ৪ লাখ ৫৯ হাজার ৫০৯ জন কর্মী।

শেয়ার করুন

৩১ মে’র মধ্যেই অপেক্ষায় থাকা ক‍র্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে

আপডেটের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

 

মালয়েশিয়া সরকারের নি‍‍র্ধারণ করা সময়ের মধ্যেই দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা ক‍‍র্মীদের পাঠানোর জন্য সব ধরণের সহযোগিতা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়৤ এজন্য বায়রা নেতাদের সাথে জরুরি বৈঠকও করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিন৤

 

বুধবার (১৫ মে ২০২৪) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে বায়রা নেতাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী ও সচিব৤ বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, ৩১ মে’র মধ্যে সব ক‍‍‍‍র্মী পাঠানো হবে৤ বেধে দেয়া ৩১ মে’র সময়সীমা বাড়াতে মালয়েশিয়াকে  চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।যদিও সময়ের অপেক্ষা না করে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে  বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

বায়রার সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমদ, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর,  বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূ‍র্ণ ব্যবসায়িরা বৈঠকে অংশ নেন৤

 

২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর, ২০২২ এর ৮ আগস্ট কর্মী যাওয়া শুরু হয়। আর চলতি বছরের ১৪ মে পর্যন্ত দেশটিতে গেছে ৪ লাখ ৫৯ হাজার ৫০৯ জন কর্মী।