মালয়েশিয়ার পাহাং-এ বাংলাদেশিসহ ৩০ অবৈধ অভিবাসী আটক
- আপডেটের সময় : ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / 155
মালয়েশিয়ার পাহাংএ বাংলাদেশিসহ ৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৩ মে) পাহাং জেলার আশপাশের কয়েকটি বাড়িতে পরিচালিত অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।
ইমিগ্রেশন পাহাং ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে তথ্যের ভিত্তিতে ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালায়। ৫৫ জন অভিবাসীর কাগজ পত্র পরীক্ষা করে এদের মধ্য থেকে ৩০ জনকে আটক করা হয়। আভিযানে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজ পত্র ছাড়া বসবাসের দায়ে তাদের আটক করা হয়েছে।
অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫)(বি) এর অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে।
অভিবাসন বিভাগ আরো জানায়, অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।