ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / 506

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সেঙ্গ নবনি‍র্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার। বুধবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

সভাপতি পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার এবং মো: মাসুদ বিন রশিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: ইকবাল হোসাইন।

নির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ টি পদের জন ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোঃ ইকবাল হোসাইন, ইব্রাহীম খলিল ও মোঃ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ চম্পা আক্তার ও মোছাঃ চামেলী আক্তার, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ও মোঃ সজীব শেখ। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৪ জন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মোঃ রাসেল বাবু, কার্যকরী সদস্য পদে মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ তমিজ উদ্দিন ডালিম।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আ: ওয়ারেছ। নির্বাচন পরিচালনায় নির্বাচন সদস্য রয়েছেন চন্দন চন্দ্র সরকার, মোঃ সাদ্দাম হোসেন, পিযুষ কান্তি দাস, মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবির এবং মোঃ মনোয়ারুল ইসলাম। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম।

 

ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি আরো বলেন, নব নির্বাচিত কমিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়নে কাজ করব।

 

শেয়ার করুন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নির্বাচন

আপডেটের সময় : ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার। বুধবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

সভাপতি পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার এবং মো: মাসুদ বিন রশিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: ইকবাল হোসাইন।

নির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ টি পদের জন ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোঃ ইকবাল হোসাইন, ইব্রাহীম খলিল ও মোঃ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ চম্পা আক্তার ও মোছাঃ চামেলী আক্তার, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ও মোঃ সজীব শেখ। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৪ জন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মোঃ রাসেল বাবু, কার্যকরী সদস্য পদে মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ তমিজ উদ্দিন ডালিম।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আ: ওয়ারেছ। নির্বাচন পরিচালনায় নির্বাচন সদস্য রয়েছেন চন্দন চন্দ্র সরকার, মোঃ সাদ্দাম হোসেন, পিযুষ কান্তি দাস, মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবির এবং মোঃ মনোয়ারুল ইসলাম। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম।

 

ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি আরো বলেন, নব নির্বাচিত কমিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়নে কাজ করব।