ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ৪০২ শিশু উদ্ধার, আটক ১৭১ সেপ্টেম্বরের প্রথম সাতদিনে এলো ৭ হাজার ১৪ কোটি টাকার প্রবাসী আয় প্রবাসীদের ক্ষতিপূরণের অর্থেও পাওয়া যাবে আড়াই শতাংশ প্রণোদনা আমিরাতে ক্ষমা: ১০ দিনে দেশে ফেরার চার শতাধিক আবেদন ৫৭ বাংলাদেশির মুক্তিতে আমিরাতের রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার পুরো ভাষণ  মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুর্নীতির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি নিয়োগকর্তা গ্রেফতার, ৭ দিনের রিমান্ড সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুই কর্মী নিহত

`মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে পাঁচ হাজারের মতো সমস্যায় আছে’

রাকিব হাওলাদার: প্রবাস বার্তা
  • আপডেটের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 290

 

মালয়েশিয়ায় ২০২২ সালের পর বৈধ পদ্ধতিতে যাওয়া কর্মীদের মধ্যে ৫ হাজারের মতো বেকার আছে বা সমস্যায় আছে। সমস্যায় থাকা অন্যরা ভিজিট ভিসায় গিয়েছে এবং কিছু কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সমস্যায় আছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে সবশেষ তথ্য অনুয়ায়ি একথা জানান সচিব৤

 

রবিবার (২১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন খাতের সাংবাদিকদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সচিব মো. রুহুল আমিন আরো জানান, বাংলাদেশি কর্মীদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নিয়োগ দেয়া বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজারের পরবর্তী করণীয় ঠিক করতে মে মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য দূতাবাসের মাধ্যমে আহবান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া কর্মীদের সুরক্ষা ও তাদের সমস্যা সমাধানের জন্য অভিযোগগুলো আরো গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান সচিব৤

 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মালয়েশিয়ায় ক‍‍র্মীদের যেকোনো সমস্যা খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৤ বাংলাদেশি ক‍‍র্মীদের সব সমস্যা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়৤ তিনি বলেন, প্রবাসীদের যেকোনো অভিযোগ দ্রুততার সাথে তদন্ত করে দেখে সমাধান করা হবে৤

 

সচিব আরো বলেন, সোমবার কাতারের আমির বাংলাদেশে আসছে। কাতারে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই হবে। ব্রুনেই ও মরিশাসে কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত প্রায়। নতুন শ্রমবাজারের মধ্যে রাশিয়াতে সীমিত আকারে শুরু হয়েছে। কুয়েতে যাবে নার্স। মন্ত্রণালয়ের বড় কাজ দক্ষ শ্রম জনগোষ্ঠী গড়ে তোলা, সেটি জোরদার করা হয়েছে বলেও জানান সচিব৤

 

রেমিট্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত তিন মাসে রেমিট্যান্স বেড়েছে। এটা শুধু মন্ত্রণালয়ই না, বাংলাদেশ ব্যাংক ও অর্থবিভাগ সবাই মিলে চেষ্টা করছি রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে।

 

মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বিএমইটির সার্ভার জালিয়াতির বিষয় বলেন, সার্ভার জালিয়াতির সাথে যারা জড়িত আছে তাদের শাস্তি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়। কিছু দিনের মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়া কর্মীদের সকল অভিযোগ আস্তে আস্তে নিষ্পত্তি করা হবে। মন্ত্রণালয়ে আসা অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে চিঠি দেয়া হয়েছে এবং কিছু নিষ্পত্তি করা হয়েছে।

 

অনুষ্ঠানে ভুল মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ভূমিকা জোরদার করার আহবান জানান উপস্থিত সাংবাদিকরা। এছাড়া মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচার করা রিক্রুটিং এজেন্সিদেরকে মনিটরিং করতে বলা হয় মতবিনিময় সভায়।

 

অনুষ্ঠানে ‍আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেয়ার করুন

`মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে পাঁচ হাজারের মতো সমস্যায় আছে’

আপডেটের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

 

মালয়েশিয়ায় ২০২২ সালের পর বৈধ পদ্ধতিতে যাওয়া কর্মীদের মধ্যে ৫ হাজারের মতো বেকার আছে বা সমস্যায় আছে। সমস্যায় থাকা অন্যরা ভিজিট ভিসায় গিয়েছে এবং কিছু কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সমস্যায় আছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে সবশেষ তথ্য অনুয়ায়ি একথা জানান সচিব৤

 

রবিবার (২১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন খাতের সাংবাদিকদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সচিব মো. রুহুল আমিন আরো জানান, বাংলাদেশি কর্মীদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নিয়োগ দেয়া বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজারের পরবর্তী করণীয় ঠিক করতে মে মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য দূতাবাসের মাধ্যমে আহবান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া কর্মীদের সুরক্ষা ও তাদের সমস্যা সমাধানের জন্য অভিযোগগুলো আরো গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান সচিব৤

 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মালয়েশিয়ায় ক‍‍র্মীদের যেকোনো সমস্যা খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৤ বাংলাদেশি ক‍‍র্মীদের সব সমস্যা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়৤ তিনি বলেন, প্রবাসীদের যেকোনো অভিযোগ দ্রুততার সাথে তদন্ত করে দেখে সমাধান করা হবে৤

 

সচিব আরো বলেন, সোমবার কাতারের আমির বাংলাদেশে আসছে। কাতারে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই হবে। ব্রুনেই ও মরিশাসে কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত প্রায়। নতুন শ্রমবাজারের মধ্যে রাশিয়াতে সীমিত আকারে শুরু হয়েছে। কুয়েতে যাবে নার্স। মন্ত্রণালয়ের বড় কাজ দক্ষ শ্রম জনগোষ্ঠী গড়ে তোলা, সেটি জোরদার করা হয়েছে বলেও জানান সচিব৤

 

রেমিট্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত তিন মাসে রেমিট্যান্স বেড়েছে। এটা শুধু মন্ত্রণালয়ই না, বাংলাদেশ ব্যাংক ও অর্থবিভাগ সবাই মিলে চেষ্টা করছি রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে।

 

মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বিএমইটির সার্ভার জালিয়াতির বিষয় বলেন, সার্ভার জালিয়াতির সাথে যারা জড়িত আছে তাদের শাস্তি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়। কিছু দিনের মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়া কর্মীদের সকল অভিযোগ আস্তে আস্তে নিষ্পত্তি করা হবে। মন্ত্রণালয়ে আসা অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে চিঠি দেয়া হয়েছে এবং কিছু নিষ্পত্তি করা হয়েছে।

 

অনুষ্ঠানে ভুল মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ভূমিকা জোরদার করার আহবান জানান উপস্থিত সাংবাদিকরা। এছাড়া মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচার করা রিক্রুটিং এজেন্সিদেরকে মনিটরিং করতে বলা হয় মতবিনিময় সভায়।

 

অনুষ্ঠানে ‍আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।