ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • / 403
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন  ৩ বাংলাদেশি। বুধবার (১০ এপ্রিল )  ঈদের দিনে, স্থানীয় সময় দুপুর ১.৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মোঃ সোহেল মিয়া  নামে ৩ বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সোহেল (২৪) অপর একজন বাংলাদেশি। সোহেল পেট, মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত সোহেলকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারি গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের কর্মী ছিলেন। সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানিয়েছেন।

শেয়ার করুন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

আপডেটের সময় : ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন  ৩ বাংলাদেশি। বুধবার (১০ এপ্রিল )  ঈদের দিনে, স্থানীয় সময় দুপুর ১.৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মোঃ সোহেল মিয়া  নামে ৩ বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সোহেল (২৪) অপর একজন বাংলাদেশি। সোহেল পেট, মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত সোহেলকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারি গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের কর্মী ছিলেন। সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানিয়েছেন।