বাংলাদেশি কর্মীদের প্রশংসায় মালয়েশিয়ার সাবেক মন্ত্রী এম সারাভানান

- আপডেটের সময় : ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / 760
মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশি মালিকানাধীন ইস্টার্ন গ্রুপের এক ইফতার মাহফিলে যোগ দিয়ে বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন, বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশিরা। এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা।
জমকালো এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন আগত অতিথিরা।
এ আয়োজনে দু’দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন আয়োজক কুমিল্লার ওয়ালিউল্লাহ জাহিদ।
অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসির ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেস্বরী মোহনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।