ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক আজীবন সম্মাননা পেলেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এশিয়া জুড়ে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম ‘এশিয়ান কে-পপ স্টারস’ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের পাঁয়তারা বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা” মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা মালয়েশিয়ায় ৩ মাসে বাংলাদেশিসহ ১৯,৩৬১ অবৈধ আটক

অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি:মালয়েশিয়ায় ২ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • / 338

মালয়েশিয়ায় অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশিসহ ৩ বিদেশি নাগরিক। গ্রেপ্তার ওই তিন বিদেশির বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

 

সোমবার ৮ এপ্রিল, কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মো: ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

বিবৃতিতে ফয়জল শামসুদিন বলেন, রবিবার ৭ এপ্রিল রাজ্যের কোটা ভারু শহরের আশেপাশে অনুমতি ছাড়া, আতশবাজি ও আতশবাজি বিক্রি করছিল ৩ বিদেশি। যা ৩ বিদেশি নাগরিক, রেগুলেশন ৩৯ (বি), ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধে যা কাজের পাসের শর্ত লঙ্ঘন করেছে।

 

কেলান্তান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশন রাত ১০টার দিকে পাসপোর্ট, পারমিট এবং সীমান্ত পাসের অপব্যবহার করায় অপস জাজা অভিযানে, দুই বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পরিচালক।

 

গ্রেপ্তার ৩ বিদেশির পরবর্তী পদক্ষেপের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানান পরিচালক।

শেয়ার করুন

অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি:মালয়েশিয়ায় ২ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশিসহ ৩ বিদেশি নাগরিক। গ্রেপ্তার ওই তিন বিদেশির বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

 

সোমবার ৮ এপ্রিল, কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মো: ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

বিবৃতিতে ফয়জল শামসুদিন বলেন, রবিবার ৭ এপ্রিল রাজ্যের কোটা ভারু শহরের আশেপাশে অনুমতি ছাড়া, আতশবাজি ও আতশবাজি বিক্রি করছিল ৩ বিদেশি। যা ৩ বিদেশি নাগরিক, রেগুলেশন ৩৯ (বি), ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধে যা কাজের পাসের শর্ত লঙ্ঘন করেছে।

 

কেলান্তান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশন রাত ১০টার দিকে পাসপোর্ট, পারমিট এবং সীমান্ত পাসের অপব্যবহার করায় অপস জাজা অভিযানে, দুই বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পরিচালক।

 

গ্রেপ্তার ৩ বিদেশির পরবর্তী পদক্ষেপের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানান পরিচালক।