বিদেশি কর্মী নিয়োগ: কলিং ভিসা আবেদনের সময় বাড়িয়েছে মালয়েশিয়া
- আপডেটের সময় : ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / 1148
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে ভিডিআর আবেদনের সময়সীমা ২১ এপ্রিল পর্যন্তবাড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিভাগে রেফারেন্সসহ (ভিডিআর) অনুমোদন পত্রের জন্য কলিং ভিসার আবেদনের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ২১ এপ্রিল পর্যন্ত করেছে মালয়েশিয়া সরকার। তবে দেশটিতে বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় ৩১ মে পর্যন্তই থাকছে
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সংবাদ সম্মেলনে বলেছেন, এই সময় বাড়ানোর কারণ হচ্ছে, ১ লাখ ৩২ হাজার কর্মীর অনুমোদিত কোটার মধ্যে অনেক নিয়োগদাতা এখনও ভিডিআর-এর জন্য আবেদন করেনি। সেইসাথে ২১, ২২, ২৩,২৭,২৮ ও ২৯ মার্চ বিদেশি কর্মী অনলাইন পদ্ধতি, ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) কারিগরি সমস্যা হয়েছিল এসব কারণে সময় বাড়ানো হয়েছে ফলে প্রকৃত নিয়োগকারীদের ভিডিআর অনুমোদন পত্র পাওয়ার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা যাবে
সাইফুদ্দিন নাসুশন বলেন, গত পাঁচ বছরে অনুমোদিত কোটার প্রবাহ মোট অনুমোদিত কোটার ৮০ শতাংশের বেশি হয়নি। তাই, আশা করা হচ্ছে, ১ লাখ ৩২ হাজার কোটাধারীর মধ্যে যারা এখনও ভিডিআর অনুমোদনের জন্য আবেদন করেনি তাদের মধ্যে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ বিদেশি কর্মীকে ভিডিআর অনুমোদনের চিঠি দেওয়া হবে।
গেল ২৬ মার্চ দেওয়ান রাকায়াতে (সংসদে) প্রশ্নোত্তর পর্বে দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছিলেন, নতুন করে আর বিদেশি কর্মী নিয়োগের কোনো আবেদন অনুমোদন করছে না সরকার। যারা এরই মধ্যে অনুমোদন নিয়েছেন, তাঁদের কর্মীদের ৩১ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। এরপর আর কর্মীদের ভিসার আবেদন নেবে না দেশটি। যারা ভিসা নিয়েছেন বা নেবেন, তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামী ৩১ মে।
এই সময়ের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করেনি এমন কর্মীদের কোটার সম্পূর্ণ বিবরণ এবং আরটিকে ২.০ প্রক্রিয়ার ফলাফল পাওয়ার পরে বিদেশি কর্মী কোটা পুনরায় চালু করার বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে শেষ হবে ৩০ জুন। সরকার নতুন করে বিবেচনা করার আগে বিদেশি কর্মী নিয়োগের জন্য বিদ্যমান কোটাও বিবেচনা করবে যা এখনও ব্যবহার করা হয়নি।