ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট না মানলে ক‍র্মী পাঠানো অনিশ্চিত! বৈদেশিক ক‍র্মসংস্থানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা ও বাস্তবতা: মোবারক উল্ল্যাহ শিমুল মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব নি‍র্বাচনে এআই প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ভিভিআইপি খেতাব পেলেন ইয়াসিন টুটুল

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / 260

 

মালয়েশিয়ায় ভিভিআইপি খেতাব পেলেন প্রবাসী বাংলাদেশি ইয়াসিন টুটুল। শুক্রবার (২৯ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ তারকা হোটেল রয়েল চুলান বলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ খেতাব প্রদান করা হয়।

 

এ সময় কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজ পরিবারের পক্ষ থেকে ওয়াই. এ. এম. তুংকু মোহাম্মদ, টুটুলের হাতে তুলে দেন, ওয়াইবি এইচ জি (ভিভিআইপি) সম্মাননা।

 

পাশাপাশি প্রবাসী তরুণ উদ্যোক্তা ইয়াসিন টুটুলকে দেশটির কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজ পরিবারের সদস্য করে নেওয়া হয়। এমন স্বীকৃতি লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে টুটুলকে অভিনন্দন জানিয়েছেন কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।

 

জানা গেছে, ঢাকা কেরানীগঞ্জের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আনসার আলীর ছেলে ইয়াসিন টুটুল, এক ভাই এক বোনের মধ্যে সবার বড়। ইয়াসিন টুটুল ২০১৪ সালে পড়া লেখা করতে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার কোটা দামাসারা সেগী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ২০১৭ সালে মালয়েশিয়ার টেইলর্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

 

পড়া লেখার পাশাপাশি ইয়াসিন টুটুল প্রথমে সেলুন ব্যবসা শুরু করেন। পরে প্রতিষ্ঠা করেন ওয়াই এন গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে মালয়েশিয়ায় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠা করেছেন আলফা ইউনিভার্সিটি কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

 

ইয়াসিন টুটুলের প্রতিষ্ঠানে স্থানীয় ও বাংলাদেশিসহ ২০৫ জন কর্মরত রয়েছেন। ভবিষ্যতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রূপান্তর করে যেখানে সহস্রাধিক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তরুণ উদ্যোক্তা টুটুলের।

 

২০২০ সালে মালয় তরুণী নুর রিসটিনা ফাহিনকে বিয়ে করেন টুটুল। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কাছে অতি পরিচিত মুখ টুটুল। তিনি মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সহ সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

 

ইয়াসিন টুটুল বলেন, আমি বাংলাদেশি, এটাই আমার বড় পরিচয়। প্রবাসে এ সম্মান পাওয়া দেশের জন্যও সম্মানের। এ সম্মান যেন ধরে রাখতে পারি। মালয়েশিয়ায় কর্মরত সব প্রবাসীর যেকোনো সমস্যা সমাধানে পাশে থেকে আত্মনিয়োগ করবেন বলেও জানান টুটুল।

শেয়ার করুন

মালয়েশিয়ায় ভিভিআইপি খেতাব পেলেন ইয়াসিন টুটুল

আপডেটের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

 

মালয়েশিয়ায় ভিভিআইপি খেতাব পেলেন প্রবাসী বাংলাদেশি ইয়াসিন টুটুল। শুক্রবার (২৯ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ তারকা হোটেল রয়েল চুলান বলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ খেতাব প্রদান করা হয়।

 

এ সময় কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজ পরিবারের পক্ষ থেকে ওয়াই. এ. এম. তুংকু মোহাম্মদ, টুটুলের হাতে তুলে দেন, ওয়াইবি এইচ জি (ভিভিআইপি) সম্মাননা।

 

পাশাপাশি প্রবাসী তরুণ উদ্যোক্তা ইয়াসিন টুটুলকে দেশটির কেলান্তান রাজ্যের প্রভাবশালী রাজ পরিবারের সদস্য করে নেওয়া হয়। এমন স্বীকৃতি লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে টুটুলকে অভিনন্দন জানিয়েছেন কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।

 

জানা গেছে, ঢাকা কেরানীগঞ্জের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আনসার আলীর ছেলে ইয়াসিন টুটুল, এক ভাই এক বোনের মধ্যে সবার বড়। ইয়াসিন টুটুল ২০১৪ সালে পড়া লেখা করতে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার কোটা দামাসারা সেগী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ২০১৭ সালে মালয়েশিয়ার টেইলর্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

 

পড়া লেখার পাশাপাশি ইয়াসিন টুটুল প্রথমে সেলুন ব্যবসা শুরু করেন। পরে প্রতিষ্ঠা করেন ওয়াই এন গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে মালয়েশিয়ায় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠা করেছেন আলফা ইউনিভার্সিটি কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

 

ইয়াসিন টুটুলের প্রতিষ্ঠানে স্থানীয় ও বাংলাদেশিসহ ২০৫ জন কর্মরত রয়েছেন। ভবিষ্যতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রূপান্তর করে যেখানে সহস্রাধিক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তরুণ উদ্যোক্তা টুটুলের।

 

২০২০ সালে মালয় তরুণী নুর রিসটিনা ফাহিনকে বিয়ে করেন টুটুল। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির কাছে অতি পরিচিত মুখ টুটুল। তিনি মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সহ সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

 

ইয়াসিন টুটুল বলেন, আমি বাংলাদেশি, এটাই আমার বড় পরিচয়। প্রবাসে এ সম্মান পাওয়া দেশের জন্যও সম্মানের। এ সম্মান যেন ধরে রাখতে পারি। মালয়েশিয়ায় কর্মরত সব প্রবাসীর যেকোনো সমস্যা সমাধানে পাশে থেকে আত্মনিয়োগ করবেন বলেও জানান টুটুল।