কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
- আপডেটের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / 191
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মল থেকে বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ২ টায় শহরের বুকিত বিনতাং এর জালান ইম্বির পাশে একটি শপিং মলে একাধিক দোকানে অভিযান চালিয়ে এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস), জাফরি এমবোক ত্বহা বলেছেন, একাধিক অভিযোগের ভিত্তিতে, সেলুন, পোশাকের বুটিক এবং পারফিউমের দোকানে কর্মরত অবস্থায় ২০ জন পুরুষ এবং ২৬ জন মহিলা অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। যাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে মায়ানমারের ১৬, ভারতের ১০, পাকিস্তানি ৮, বাংলাদেশি ৮ এবং ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে।
সোমবার অভিযানের পর জাফরি এমবোক ত্বহা সাংবাদিকদের বলেন, অভিবাসীদের বৈধ পাস বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় অতিবাহিত করা এবং পাসের শর্তগুলি না মানার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
বিদেশি কর্মীদের নিয়োগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৫বি ধারায় তদন্তের জন্য চারজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী শহরের ২০টি “হটস্পট” এর মধ্যে এটি একটি। এ শপিং মলটি পুলিশের নজরদারিতে ছিল বলেও জানান জাফরি।