জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ কর্মী নিবে রাশিয়া: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- আপডেটের সময় : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 160
রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (২৪ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ড এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান । এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন দক্ষ কর্মী নিবে। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ কর্মী নিবে। কর্মীদের থাকা-খাওয়া এবং ভাষা শেখার খরচ কোম্পানি বহন করবে বলে নিশ্চিত করেছে।