ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক মালয়েশিয়ার কোটা ভারুতে ১১৪ বাংলাদেশি আটক বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা কর্মীদের প্রতি মালয়েশিয়ান মালিকের অফুরান ভালোবাসা

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৮ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / 348

 

মালয়েশিয়ার জোহর বারুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার এবং মঙ্গলবার পরিচালিত রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

 

আটকদের মধ্যে মধ্যে পাঁচজন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান পুরুষ ও আটজন নারী, পাঁচজন পাকিস্তানি, দুইজন ভারতীয় এবং ছয়জন মিয়ানমারের পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না। তারা অতিরিক্ত অবস্থান এবং পাসপোর্টে শর্ত লঙ্ঘন করেছে।

 

ইমিগ্রেশন ডিরেক্টর, বাহারউদ্দিন তাহির, বুধবার সাংবাদিকদের বলেন, ২১ থেকে ৫৮ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং এবং সেগামত জেলা থেকে আটক করা হয়েছে।

 

আটকদের বিরুদ্ধে,”ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং সেইসাথে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৮ অভিবাসী আটক

আপডেটের সময় : ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

 

মালয়েশিয়ার জোহর বারুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার এবং মঙ্গলবার পরিচালিত রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

 

আটকদের মধ্যে মধ্যে পাঁচজন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান পুরুষ ও আটজন নারী, পাঁচজন পাকিস্তানি, দুইজন ভারতীয় এবং ছয়জন মিয়ানমারের পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না। তারা অতিরিক্ত অবস্থান এবং পাসপোর্টে শর্ত লঙ্ঘন করেছে।

 

ইমিগ্রেশন ডিরেক্টর, বাহারউদ্দিন তাহির, বুধবার সাংবাদিকদের বলেন, ২১ থেকে ৫৮ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং এবং সেগামত জেলা থেকে আটক করা হয়েছে।

 

আটকদের বিরুদ্ধে,”ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং সেইসাথে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।