বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

- আপডেটের সময় : ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / 435
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। রোববার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মালয়েশিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে হাইকমিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মোঃ শামীম আহসান।
সৌদি আরবে
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। পরে দূতাবাসের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এর ওপর আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাপান
বঙ্গবন্ধুর জন্মদিনে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস নানা আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দূতাবাসের আয়োজনে জাপানে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জর্ডান
জর্দানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে ১৬ মার্চ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে দূতাবাস। প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় জর্ডানিয়ান শিশুরা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কাটেন রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
কাতার
দোহায় বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। বীর মুক্তিযোদ্ধা, শিশু কিশোরসহ বাংলাদেশের কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে শিশু কিশোরসহ সবাইকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও বিদেশে নিজেদেরকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
বাহরাইন
যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। দিবসটি নিয়ে আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস বলেন, শৈশব থেকেই বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত মানবদরদি এবং অধিকার আদায়ে আপসহীন। তাঁর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা এবং সঠিক দিকনির্দেশনার ফসল হিসেবে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।