মালয়েশিয়ার অনিয়মিত প্রবাসীদের ট্রাভেল পারমিট আবেদন: নতুন নিয়ম চালু

- আপডেটের সময় : ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / 365
মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অনিয়মিত প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট আবেদনের নতুন নিয়ম চালু করা হয়েছে। ট্রাভেল পারমিট সংক্রান্ত সকল কিছু এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে। শুক্রবার (১৫ মার্চ) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ মার্চ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ট্রাভেল পারমিট সংক্রান্ত আবেদন আর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করবে না। ট্রাভেল পারমিট জমা দেয়ার জন্য আবেদনকারীকে এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি কোম্পানিতে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ট্রাভেল পারমিট আবেদন ফরম পূরণ ও ছবি তোলার কাজ কোম্পানি সম্পন্ন করবে। এর জন্য আবেদনকারীকে আবেদন ফরম পূরণ ও ছবি সাথে আনতে হবে না। আবেদনকারীকে শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণের জন্য পাসপোর্টের ফটোকপি অথবা পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য প্রত্যনপত্রের ফটোকপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনকারীকে সার্ভিস চার্জ বাবদ ২৫ (পঁচিশ) রিঙ্গিত এবং ট্রাভেল পারমিট এর সরকারি ফি বাবদ ৪৪ (চুয়াল্লিশ) রিঙ্গিতসহ মোট ৬৯ (উনসত্তর) রিঙ্গিত এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডির কাছে পরিশোধ করে রশিদ গ্রহণ করতে হবে।
এছাড়া আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি কোম্পানির ওয়েবসাইট অথবা কল সেন্টারে (+৬০৩৯২১২০২৬৭) এ যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের ঠিকানা:
এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি
সাউথগেট কমার্শিয়াল সেন্টার, লেভেল ২, ব্লক ই, ২নং জালান দুয়া অফ জালান চানশোলেন-৫৫২০০ উইলাইয়াহ পেরসেকুতায়ান কুয়ালালামপুর মালয়েশিয়া।