ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক আজীবন সম্মাননা পেলেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এশিয়া জুড়ে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম ‘এশিয়ান কে-পপ স্টারস’ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের পাঁয়তারা বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা” মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা মালয়েশিয়ায় ৩ মাসে বাংলাদেশিসহ ১৯,৩৬১ অবৈধ আটক

প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

রাকিব হাওলাদার: প্রবাস বার্তা
  • আপডেটের সময় : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / 1013

 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সোমবার (১১ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পাওয়াদের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া কর্মী ও পরিবারের জন্য বেশ কিছু সুবিধা ও সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। প্রবাসীর সন্তানদের উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে শিক্ষা বৃত্তি চালুর চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে সব সময় কাজ করছে সরকার। এই ধরা আগামীতে অব্যাহত থাকবে। এছাড়া তিনি আরো বলেন, বৈধ পথে বিদেশ গিয়ে বৈধ পথে টাকা পাঠালে প্রবাসী কর্মীরা কি কি সুবিধা পাচ্ছে তারই উদাহরণ এই অনুষ্ঠান। প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মী বীমা, প্রবাসী কল্যাণ কার্ড, প্রবাসী কর্মীর মরদেহ দেশে আনা, বিমানবন্দরে কর্মীর মরদেহ হস্তান্তরের সময় পরিবহন ও দাফন সমপন্ন করার জন্য আর্থিক সহায়তা দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রাহমান। মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বৈদেশিক কর্মসংস্থান খাত সংশ্লিষ্টরা বলেন, দেশের জন্য প্রবাসীদের অবদানের এটিও একটি স্বীকৃতি। তারা বলেন, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত মন্ত্রণালয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সচিব মো: রুহুল আমিন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা’র মহাসচিব আলী হায়দার চৌধুরী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে মোট ২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। এরমধ্যে এস এস সি পাশ শিক্ষার্থী ছিলেন ২ হাজার ৪২ জন এবং এইচ এস সি পাশ শিক্ষার্থী ছিলেন ৯০৬ জন। এস এস সি পাশ শিক্ষার্থীদের ২৭ হাজার ৫০০ টাকা এবং এইচ এস সি পাশ শিক্ষার্থীদের ৩৪ হাজার টাকা করে বছরে এককালীন ৮ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

শেয়ার করুন

প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

আপডেটের সময় : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সোমবার (১১ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পাওয়াদের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া কর্মী ও পরিবারের জন্য বেশ কিছু সুবিধা ও সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। প্রবাসীর সন্তানদের উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে শিক্ষা বৃত্তি চালুর চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে সব সময় কাজ করছে সরকার। এই ধরা আগামীতে অব্যাহত থাকবে। এছাড়া তিনি আরো বলেন, বৈধ পথে বিদেশ গিয়ে বৈধ পথে টাকা পাঠালে প্রবাসী কর্মীরা কি কি সুবিধা পাচ্ছে তারই উদাহরণ এই অনুষ্ঠান। প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মী বীমা, প্রবাসী কল্যাণ কার্ড, প্রবাসী কর্মীর মরদেহ দেশে আনা, বিমানবন্দরে কর্মীর মরদেহ হস্তান্তরের সময় পরিবহন ও দাফন সমপন্ন করার জন্য আর্থিক সহায়তা দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রাহমান। মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বৈদেশিক কর্মসংস্থান খাত সংশ্লিষ্টরা বলেন, দেশের জন্য প্রবাসীদের অবদানের এটিও একটি স্বীকৃতি। তারা বলেন, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত মন্ত্রণালয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সচিব মো: রুহুল আমিন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা’র মহাসচিব আলী হায়দার চৌধুরী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে মোট ২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। এরমধ্যে এস এস সি পাশ শিক্ষার্থী ছিলেন ২ হাজার ৪২ জন এবং এইচ এস সি পাশ শিক্ষার্থী ছিলেন ৯০৬ জন। এস এস সি পাশ শিক্ষার্থীদের ২৭ হাজার ৫০০ টাকা এবং এইচ এস সি পাশ শিক্ষার্থীদের ৩৪ হাজার টাকা করে বছরে এককালীন ৮ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।