ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকারিভাবে কম খরছে দক্ষ কর্মী নিবে ব্রুনাই

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / 1650

 

বাংলাদেশ থেকে কম খরছে সরকারিভাবে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দিবে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ ব্রুনাই। বাংলাদেশ ওভারসীজ এমপ্ল্যমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।

 

রবিবার (৩ মার্চ) বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাই’র পিজি কেমারিয়া এসডিএন বিএসডি কোম্পানিতে সাধারণ লেবার পদে ১০ এবং সায়ান রায়ান এসডিএন বিএসডি কোম্পানিতে এয়ারকন্ড টেকনিশিয়ান পদে ০২ পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে।

 

সুযোগ সুবিধা:-

চাকরির চুক্তির মেয়াদ ২ বছর যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন ৪৯ হাজার টাকা। এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

 

আবেদনকারীর যোগ্যতা:-

আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন করতে যা যা লাগবে:-

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে ৮ মার্চের মধ্যে বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

 

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।

 

সম্ভাব্য খরচঃ-

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান ফি সহ এয়ারকন্ড টেকনিশিয়ান পদের জন্য মোট ৫৬ হাজার ৩৫০টাকা এবং সাধারণ লেবার পদে ৪৪ হাজার ৮৫০ টাকা পে অর্ডারের বোয়েসেল জমা দিতে হবে।

 

এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা:

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

 

যোগাযোগ নাম্বারঃ

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd, md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd

শেয়ার করুন

সরকারিভাবে কম খরছে দক্ষ কর্মী নিবে ব্রুনাই

আপডেটের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

 

বাংলাদেশ থেকে কম খরছে সরকারিভাবে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দিবে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ ব্রুনাই। বাংলাদেশ ওভারসীজ এমপ্ল্যমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।

 

রবিবার (৩ মার্চ) বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাই’র পিজি কেমারিয়া এসডিএন বিএসডি কোম্পানিতে সাধারণ লেবার পদে ১০ এবং সায়ান রায়ান এসডিএন বিএসডি কোম্পানিতে এয়ারকন্ড টেকনিশিয়ান পদে ০২ পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে।

 

সুযোগ সুবিধা:-

চাকরির চুক্তির মেয়াদ ২ বছর যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন ৪৯ হাজার টাকা। এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

 

আবেদনকারীর যোগ্যতা:-

আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন করতে যা যা লাগবে:-

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে ৮ মার্চের মধ্যে বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

 

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।

 

সম্ভাব্য খরচঃ-

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান ফি সহ এয়ারকন্ড টেকনিশিয়ান পদের জন্য মোট ৫৬ হাজার ৩৫০টাকা এবং সাধারণ লেবার পদে ৪৪ হাজার ৮৫০ টাকা পে অর্ডারের বোয়েসেল জমা দিতে হবে।

 

এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা:

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

 

যোগাযোগ নাম্বারঃ

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd, md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd