ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিনা খরচে আরো ৫০ ক‍‍র্মী মালয়েশিয়ায় যাচ্ছে আজ

রাকিব হাওলাদার: প্রবাস বার্তা
  • আপডেটের সময় : ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 286

 

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ধারাবাহিকতায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় ৫ম ধাপে যাচ্ছে আরো ৫০ কর্মী। মালয়েশিয়ার নেশনগেট সলিউশন কোম্পানিতে ‘জিরো কস্ট মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ক‍‍র্মীদের পাসপোর্ট, ভিসা, টিকিট ও বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর কর্ণধার ও বায়রা’র সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনকে ধন্যবাদ জানান। এছাড়া প্রতিমন্ত্রী রিক্রুটিং এজেন্সিদের দক্ষ কর্মী পাঠানোর আহবান জানান।

 

তিনি বলেন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ দিয়ে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে বলে মন্তব্য করেন। এছাড়া অনুষ্ঠানে বিনা খরচে যাওয়া কর্মীদের সাথে কথা বলে জিরো কস্ট মাইগ্রেশন’র সত্যতা যাচাই করেন প্রতিমন্ত্রী।

 

শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বসে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো হবে। বিদেশে কর্মীরা চাকরি হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে কর্মীদের চাকরি চলে যায়। এ ক্ষেত্রে কারও গাফিলতির অভিযোগ পেলে মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন বলেন, জিরো কষ্ট মাইগ্রেশন বাস্তবায়ন অসম্ভব নয়। এটা ইতিমধ্যে প্রমাণিত। মালয়েশিয়াগামী কর্মীদের সরকার নির্ধারিত ফির বাইরে কাউকে অতিরিক্ত অর্থ না দেয়ার আহবান জানান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বায়রা’র মহাসচিব আলী হায়দার চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো: জামাল আবু জায়েদসহ মন্ত্রণালয় এবং খাত সংশ্লিষ্টরা।

 

গেল বছরের ১৯ জুন (২০২৩) প্রথমবারের মতো বেসরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হয় ২০ কর্মীকে। এর মাধ্যমে ‘জিরো কস্ট মাইগ্রেশন’ ক‍‍র্মসূচিতে প্রবেশ করে বাংলাদেশ। আগে এই সুযোগ পেত নেপাল। বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সা‍‍র্বিক তত্ত্বাবধানে ও জেজি আল ফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় কর্মীরা মালয়েশিয়ায় যায়।

শেয়ার করুন

বিনা খরচে আরো ৫০ ক‍‍র্মী মালয়েশিয়ায় যাচ্ছে আজ

আপডেটের সময় : ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

 

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ধারাবাহিকতায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় ৫ম ধাপে যাচ্ছে আরো ৫০ কর্মী। মালয়েশিয়ার নেশনগেট সলিউশন কোম্পানিতে ‘জিরো কস্ট মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ক‍‍র্মীদের পাসপোর্ট, ভিসা, টিকিট ও বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর কর্ণধার ও বায়রা’র সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনকে ধন্যবাদ জানান। এছাড়া প্রতিমন্ত্রী রিক্রুটিং এজেন্সিদের দক্ষ কর্মী পাঠানোর আহবান জানান।

 

তিনি বলেন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ দিয়ে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে বলে মন্তব্য করেন। এছাড়া অনুষ্ঠানে বিনা খরচে যাওয়া কর্মীদের সাথে কথা বলে জিরো কস্ট মাইগ্রেশন’র সত্যতা যাচাই করেন প্রতিমন্ত্রী।

 

শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বসে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো হবে। বিদেশে কর্মীরা চাকরি হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে কর্মীদের চাকরি চলে যায়। এ ক্ষেত্রে কারও গাফিলতির অভিযোগ পেলে মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন বলেন, জিরো কষ্ট মাইগ্রেশন বাস্তবায়ন অসম্ভব নয়। এটা ইতিমধ্যে প্রমাণিত। মালয়েশিয়াগামী কর্মীদের সরকার নির্ধারিত ফির বাইরে কাউকে অতিরিক্ত অর্থ না দেয়ার আহবান জানান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বায়রা’র মহাসচিব আলী হায়দার চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো: জামাল আবু জায়েদসহ মন্ত্রণালয় এবং খাত সংশ্লিষ্টরা।

 

গেল বছরের ১৯ জুন (২০২৩) প্রথমবারের মতো বেসরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হয় ২০ কর্মীকে। এর মাধ্যমে ‘জিরো কস্ট মাইগ্রেশন’ ক‍‍র্মসূচিতে প্রবেশ করে বাংলাদেশ। আগে এই সুযোগ পেত নেপাল। বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সা‍‍র্বিক তত্ত্বাবধানে ও জেজি আল ফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় কর্মীরা মালয়েশিয়ায় যায়।