ভিসা ইস্যুতে কোন ফি নেই, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত
- আপডেটের সময় : ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 252
বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীর পাশাপাশি এ বছর থেকে দক্ষ কর্মী নিবে সৌদি আরব। এর জন্য বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে সৌদি আরব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান এসব কথা বলেন
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, বাংলাদেশ থেকে মেডিকেল স্টাফ, নার্স নিয়োগ দিবেন তারা। ইতিমধ্যে সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ৬০ জন নার্স এবং মিডওয়াইফ নিয়োগ দিয়েছে এবং আরও নিয়োগের পরিকল্পনা আছে বলেও জানান রাষ্ট্রদূত।
আল দুহাইলান আরো বলেন, গেল বছর সৌদি আরব ১০ লাখ ১৫১ টি ভিসা ইস্যু করেছে, যা সবচেয়ে বেশি। প্রতিদিন গড়ে ৫ হাজারের বেশি ভিসা ইস্যু হচ্ছে । তিনি আরো বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই যে সৌদি ভিসা ইস্যু করার জন্য কোন ফি নেই। এবং সৌদি আরবের এজেন্সি এবং দূতাবাসের স্বীকৃতির জন্যও কোন ফি নেই, এটি সবই বিনামূল্যে তবে শুধু নিয়মিত ফি রয়েছে যা বাংলাদেশ এবং সৌদি আরবের সরকারি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে।”
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আজকে সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাবো। এবং বৈধভাবে দেশে রেমিট্যান্স আনব। তিনি আরো বলেন, বর্তমানে ১০৪ টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং বেসরকারিভাবে আরো ট্রেনিং সেন্টার হচ্ছে। এখন থেকে সৌদিতে দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি অন্যান্য দেশেও দক্ষ কর্মী পাঠাবো। ইতোমধ্যেই দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি।