ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট না মানলে ক‍র্মী পাঠানো অনিশ্চিত! বৈদেশিক ক‍র্মসংস্থানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা ও বাস্তবতা: মোবারক উল্ল্যাহ শিমুল মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব নি‍র্বাচনে এআই প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান: ৯৪ বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক অবৈধ অভিবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 473

 

৯৪ বাংলাদেশিসহ ৫১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

 

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৪৮৭ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের , ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছে। গভীর রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬ টায়। অভিযানের সময় দুই বাংলাদেশি একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

 

খায়রুল আমিনুস বলছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

 

এদিকে, সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম বলেছেন, সিটি কাউন্সিল স্থানীয়দের দেওয়া তথ্য ১০টি ব্যবসায়িক লাইসেন্স শনাক্ত করেছে যা বিদেশিদের কাছে বিক্রি করা হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান: ৯৪ বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক অবৈধ অভিবাসী

আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

 

৯৪ বাংলাদেশিসহ ৫১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

 

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৪৮৭ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের , ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছে। গভীর রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬ টায়। অভিযানের সময় দুই বাংলাদেশি একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

 

খায়রুল আমিনুস বলছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

 

এদিকে, সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম বলেছেন, সিটি কাউন্সিল স্থানীয়দের দেওয়া তথ্য ১০টি ব্যবসায়িক লাইসেন্স শনাক্ত করেছে যা বিদেশিদের কাছে বিক্রি করা হয়েছে।