প্রতিশ্রুত সেবা দিতে সবাইকে আন্তরিক হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- আপডেটের সময় : ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / 386
ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রবিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠান প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কল্যাণ বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী
রবিবার (২১ জানুয়ারি ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিদর্শনে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শাসক না হয়ে সেবক হয়ে প্রবাসী কর্মীদের জন্য কাজ করতে হবে। কল্যাণ বোর্ডের মাধ্যমে কর্মীদের যেন অকল্যাণ না হয়, সেদিকে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ৯ টা থেকে ৫টা পর্যন্ত শুধু অফিস করলে কল্যাণ বা সেবা নিশ্চিত করা যাবে না সেবা নিশ্চিত করতে সকলকেই আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী শফরকুর রহমান চৌধুরী
সচিব মো. রুহুল আমিন বলেন, মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্ম পরিকল্পনা না করে, সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। এছাড়া, কিভাবে দক্ষ কর্মী বিদেশে পাঠানো যায়, সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সচিব। এসময় বিদেশ ফেরত প্রবাসীদের জন্য চলমান রেইস প্রকল্পের কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি বলেন, এই প্রকল্পের যেসব কাজ করা হচ্ছে, তা প্রবাসীদের কল্যাণে কতোটা কাজে আসছে সেদিকে চিন্তার অবকাশ রয়েছে এবিষয়ে প্রতিমন্ত্রীকে পরবর্তিতে বিস্তারিত জানানোর কথা বলেন সচিব মো. রুহুল আমিন
এর আগে বিদেশ ফেরত প্রবাসীদের জন্য চলমান রেইস প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মো: জাহিদ আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান এসময় কল্যাণ বোর্ডের বিভিন্ন শাখা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন