মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমের বর্তমান পরিস্থিতি

- আপডেটের সময় : ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / 483
মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা এমএ কাইয়ুম ইস্যুটি এখন বেশ আলোচিত শুধু মালয়েশিয়া বা বাংলাদেশেই নয়, আন্তর্জাতিন মহলেও আলোচনার জন্ম দিয়েছে এমএ কাইয়ুম এর আটকে ও পরবর্তি আইনগত অবস্থা
এমএ কাইয়ুম বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। দেশটির দুই সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়েশিয়া কিনি ডটকম খবরটি প্রথমে জানিয়েছে। এরপর তা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে
গেল শুক্রবার ( ১২ জানুয়ারি ২০২৪ মালয়েশিয়ায় আটক করা হন বিএনপির নেতা এমএ কাইয়ুমকে । অবৈধভাবে অবস্থানের কারণে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করে স্থানীয় আমপাং থানায় নেওয়া হয়। এমএ কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন।
নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার হাইকোর্টের বিচারপতি কে মুনিআনদির আদালতে এমএ কাইয়ুমের মামলার শুনানি হয়। মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়েত মালয়েশিয়া কাইয়ুমের হয়ে আদালতে লড়ছেন।
সংগঠনের নির্বাহী পরিচালক সেভান দোরাইস্বামী বলেন, কাইয়ুমের গ্রেফতার একেবারে অন্যায্য। কারণ তিনি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-স্বীকৃতি শরণার্থী। এ-সংক্রান্ত কার্ডও তার আছে।
সেভান দোরাইস্বামী আরও বলেন, আমরা চাই মালয়েশিয়ার অভিবাসন দপ্তর আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করুক। আর কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থেকে সরে আসুক।
আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক অভিবাসন প্রত্যাশীদের বের করে দেওয়ার যে নিন্দনীয় কাজটি বছর তিনেক আগে করা হয়েছে, এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। সেভান দোরাইস্বামী আশাবাদ ব্যক্ত করে বলেন, নিপীড়ন থেকে বাঁচতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষায় সরকার অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করবে।