ছুটির মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা আবারো সৌদি আরব যাবেন যেভাবে
- আপডেটের সময় : ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / 1911
দেশে গিয়ে ছুটির মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের ওপর থেকে ৩ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। দেশটির জাওয়াজত বা পাসপোর্ট অধিদপ্তর এই ঘোষণা দিয়েছে। ১৬ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হয়েছে। ছুটি শেষে যারা দেশে অবস্থান করছেন, তারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
এর আগে দেশটি থেকে ছুটিতে যাওয়া কর্মীদের মেয়াদ শেষ হওয়ার আগে ফিরতে না পারালে তাদেরকে ৩ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। অর্থাত তারা ৩ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না নিয়োগকর্তার দবিতে এমন নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার।
নিয়োগকর্তারা জানিয়েছেন, ছুটিতে থাকা কর্মীরা সময়মতো না আসায় তাদের জন্য রাখা রেসিডেন্সি পারমিট (ইকামা), ওয়ার্ক পারমিট এবং রিটার্ন টিকিটের অর্থ লস দিতে হয়েছে। যার কারণে কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা আরও বলেন, যে কর্মীদের সময়মতো ফিরে আসতে ব্যর্থতার অর্থ তাদের চুক্তি বাতিল করা এবং এইভাবে তাদের স্বার্থের ক্ষতি করা এবং কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করা। এসব কারণে ছুটিতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরতে না পারা কর্মীদের জন্য ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।
তবে নতুন করে সৌদি আরব প্রবেশের জন্য কিছু শর্তদিয়েছে দেশটির সরকার।
শর্তগুলির মধ্যে রয়েছে, কর্মীকে অবশ্যই সমস্ত বকেয়া ট্র্যাফিক লঙ্ঘনের জরিমানা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ ৯০ দিন বা তার বেশি থাকতে হবে। যাকে ভিসা দেয়া হবে তার আঙুলের ছাপ দিয়ে ভিসা নেয়া। যে কর্মীর কাছে বৈধ ভিসা নেই কিন্তু এখনো সৌদি আরব আছে তাকে নিজে উপস্থিত থেকে ভিসা নিতে হবে।
এছাড়া পূর্বে জারি করা এবং অব্যবহৃত ভিসা বাতিল না করা, এবং দেশের আইন লঙ্ঘন করেনাই এমন ব্যক্তিও এখন সৌদি আরব যেতে পারবে।