সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে (শ্রম কল্যাণ উইংয়ে) গাড়ি চালক পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
বুধবার (১৫ নভেম্ব) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দূতাবাসের শ্রম শ্রমকল্যাণ উইংয়ের রাজস্ব খাতে স্থানীয়ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে গাড়ি চালক নিয়োগ দেয়া হবে। এর জন্য দেশটিতে অবস্থানকারী বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি ও সৌদি নাগরিক এবং আরবি ভাষায় পারদর্শীদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আরো বলা হয়েছে ২৬০০ থেকে ৩৭২০ সৌদি রিয়াল বেতন দিয়ে ২ পদে এইসব জনবল নিয়োগ দিবে কর্তৃপক্ষ।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হব। সৌদি আরবে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরবি ও ইংরেজি ভাষায় ন্যূনতম স্বাক্ষরতা ও সাধারণ যোগাযোগ দক্ষতা এবং গুগল ম্যাপ পরিচালনা ও মোবাইল এ্যাপস ব্যবহারে দক্ষতা থাকবে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন করতে যা যা লাগবে:
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি, বৈধ ইকামা, পাসপোর্ট ও ডাইডিং লাইসেন্সের ফটোকপি। বর্তমান নিয়োগকর্তার নিকট থেকে অনাপত্তিপত্র বা অনুমতিপত্র। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩০ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র বাংলাদেশ দূতাবাসের অভ্যর্থনা কক্ষে সরাসরি জমা দেয়া যাবে অথবা ইমেইল minion is the mofa.gov.bd -এ পাঠাতে পারেবেন।