দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯,৪০ মিনিটে কেএলআইএ থেকে ছেড়ে আসা মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বাংলাদেশে সময় রাত ১১ টায় বিমান বন্দরের সকল প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং এর ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।
এর আগে কর্মীদের দুর্ঘটনার পর হাইকমিশনের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে কর্মীদের ক্ষতিপূরণ আদায় সহ মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া শেষ করে।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)। এ তিন বাংলাদেশি কর্মী কাম্পুং মাকা এলাকার সড়ক নির্মাণের কাজ করার সময় নিহত হয়। গত ৩ নভেম্বর হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল ও মৃতদেহ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।
এবিষয়ে হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম বলেন, নিহত তিন কর্মীকে নিযুক্তকারী কোম্পানির মালিকের সাথে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিদের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ ৯ নভেম্বর কোম্পানির পক্ষ হতে মৃত ব্যক্তিদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ক্ষতিপূরণের অর্থ পাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগ করে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার সকল প্রক্রিয়া শেষ করে তাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে বলে জানান নাজমুস সাদাত সেলিম।