বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ যাত্রীদের জন্য দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- হাব। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। যা গতবছরের তুলনায় ৮৩ হাজার ২০০ টাকা কম।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
সংবাদ সম্মেলনে হাবের সভাপতি জানান, “বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে বাংলাদেশ অংশে হজ যাত্রীর খরচ হবে ২লাখ ১৯ হাজার ৫৬২ টাকা এবং সৌদি অংশে খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা।”
শাহাদাত হোসাইন তসলিম আরো বলেন, “২০২৪ সালের হজ যাত্রীর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। তবে আমরা চেষ্টা করছি বিমান ভাড়া আরো কীভাবে কমানো যায়। এজন্য একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্নির্ধারণ করতে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর হাবের পক্ষ থেকে আবেদন করা হয়েছে । আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।”
সংবাদ সম্মেলনে হারের সভাপতি আরো জানান, “২০২৩ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। সেখানে ২০২৪ সালের বিমান ভাড়া ১,৯৪,৮০০ টাকা নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় ২৯৯৭ টাকা কম।”
হজযাত্রীদের (সিলেট ও চট্টগ্রাম বাদে) সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে হাব সভাপতি বলেন, “মক্কা রুট ইনিশিয়েটিভ” এর আওতায় হজযাত্রীদের কল্যাণে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করার জন্য ডেডিকেটেড হজ ফ্লাইট হওয়া বাধ্যতামূলক। হজযাত্রী পরিবহনে ডেডিকেটেড ফ্লাইটের হিসাব করেই সর্বোচ্চ মূল্যে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিগত বছরগুলোতে ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া নিলেও এয়ারলাইন্সগুলো শিডিউল ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করেছে। কিন্তু এ বছর হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে হলে অবশ্যই সকল হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। প্রি- অ্যারাইভাল ইমিগ্রেশনের জন্য ডেডিকেটেড ফ্লাইট থাকা বাধ্যতামূলক। তাই শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন অনিয়মের শামিল।”
এসময় তিনি হজ যাত্রীদের প্রতারিত না হতে হজ ফি এর টাকা মধ্যস্বত্ব ভোগীদের না দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, হজ এজেন্সির অ্যাকাউন্টে কিংবা সরাসরি অফিসে গিয়ে লেনদেন করুন। প্রয়োজনে প্যাকেজ অনুযায়ী ও কি কি সুযোগ-সুবিধা দেয়া হবে তা লিখিত আকারে স্টাম্পে চুক্তি বদ্ধ হওয়ার আহ্বান জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চলতি নভেম্বরের ১৫ তারিখ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। এক্ষেত্রে প্রত্যেক হজযাত্রী নূন্যতম ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। এছাড়াও হজ্ব প্যাকেজের অবশিষ্ট সমূদয় অর্থ ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই স্ব এজেলীর ব্যাংক একাউন্টে অথবা এজেন্সীর অফিসে জমা দিয়ে মানি রিসিট গ্রহণ ও সংরক্ষন করতে বলা হয়েছে।
এর আগে ২ নভেম্বর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৪ সালে সরকারিভাবে বিশেষ প্যাকেজসহ দু’টি প্যাকেজ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ ২০২৪ হতে হজ ভিসা ইস্যু এবং ৯ মে ২০২৪ হতে হজ ফ্লাইট শুরু হবে।
বাংলাদেশ থেকে আগামী বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।