ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

সৌদি প্রবাসীদের হাসিমুখে সেবা দিতে দূতাবাসের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

Print Friendly, PDF & Email

 

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের হাসিমুখে সেবা দেয়ার জন্য দূতাবাস কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

শনিবার (১২ নভেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

 

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দূতাবাসের স্বল্প লোকবল নিয়ে এত বিশাল সংখ্যার প্রবাসীদের সেবা দেয়া চ্যালেঞ্জের বিষয়।” এরপরও দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের সাথে ভালো আচরণের মাধ্যমে সেবা দেয়ার আহবান জানান তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকবার সৌদি সফরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দেশটির রেড সি গেটওয়ে টার্মিনাল ও আকওয়া পাওয়ার কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ চূড়ান্ত করেছে।” একই সাথে বেশ কিছু সৌদি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি।

 

আব্দুল মোমেন আরো বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেয়ার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এছাড়াও তিনি আরো বলেন, “সৌদি আরব ১০ বিলিয়ন গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে বাংলাদেশের নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে। গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে সৌদি আরবকে সহায়তা করতে পারি।”

 

এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদির সাথে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সাক্ষরিত সমঝোতা স্মারক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।

 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, “সম্প্রতি ঢাকা চেম্বার ও এফবিসিসিআই এর পক্ষ থেকে ব্যবসায়ীদের দুটি দল সৌদি সফর করেছে, যাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।” এছাড়া ব্যবসা বাণিজ্য, শ্রম বাজার, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

 

এছাড়া, গালফ কোপারেশন কাউন্সিল (জিসিসি) এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকের বিষয় উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন আগামীতে জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও শ্রম বাজার বৃদ্ধি পাবে।

 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা। এর আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

সৌদি প্রবাসীদের হাসিমুখে সেবা দিতে দূতাবাসের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

আপডেট: ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের হাসিমুখে সেবা দেয়ার জন্য দূতাবাস কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

শনিবার (১২ নভেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

 

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দূতাবাসের স্বল্প লোকবল নিয়ে এত বিশাল সংখ্যার প্রবাসীদের সেবা দেয়া চ্যালেঞ্জের বিষয়।” এরপরও দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের সাথে ভালো আচরণের মাধ্যমে সেবা দেয়ার আহবান জানান তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকবার সৌদি সফরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দেশটির রেড সি গেটওয়ে টার্মিনাল ও আকওয়া পাওয়ার কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ চূড়ান্ত করেছে।” একই সাথে বেশ কিছু সৌদি বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি।

 

আব্দুল মোমেন আরো বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সামিটে যোগ দেয়ার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এছাড়াও তিনি আরো বলেন, “সৌদি আরব ১০ বিলিয়ন গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে বাংলাদেশের নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে। গাছ লাগানো ও এর পরিচর্যা থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে সৌদি আরবকে সহায়তা করতে পারি।”

 

এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদির সাথে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সাক্ষরিত সমঝোতা স্মারক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।

 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, “সম্প্রতি ঢাকা চেম্বার ও এফবিসিসিআই এর পক্ষ থেকে ব্যবসায়ীদের দুটি দল সৌদি সফর করেছে, যাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।” এছাড়া ব্যবসা বাণিজ্য, শ্রম বাজার, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

 

এছাড়া, গালফ কোপারেশন কাউন্সিল (জিসিসি) এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকের বিষয় উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন আগামীতে জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও শ্রম বাজার বৃদ্ধি পাবে।

 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা। এর আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।