ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে জনপ্রিয় পর্যটন এলাকা ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্যা টাইমস অফ ইন্ডিয়া’ এ খবর প্রকাশ করে। প্রকাশিত খবরে বলা হয়, শ্রীনগরের পর্যটন এলাকা ডাল লেকের ৯ নং ঘাটে সাফিনা নামের হাউস বোটে ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগে। এর সাথে থাকা পাঁচটি হাউসবোট এবং তিনটি সংলগ্ন শেড পুড়েছে। এর মধ্যে এক বোটে থাকা তিন বাংলাদেশি পর্যটক মারা গেছেন। আর দগ্ধ হয়েছেন আরো সাতজন।
হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তারা জানান, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হওয়ার কথা প্রাথমিক তদন্তে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি হলেন, অনিন্দ্য কৌশল, ইমন দাশ গুপ্ত এবং মাঈনুদ্দিন। এর মধ্যে নিহত অনিন্দ্য কৌশল রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ইমন দাশ গুপ্ত গণপূর্ত চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন গর্ণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন।
এছাড়া গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগে সাতটি হাউসবোট পুড়ে গিয়েছিল। সেবার পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা গিয়েছিল।