ঢাকা , শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

পাবনা জেলার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১) বামে, শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) মাঝে, শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০) ডানে। ছবি: সংগৃহীত।

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশির কর্মীর পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

 

বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্প থেকে উদ্ধার করা নিহত তিন বাংলাদেশিরা হলেন, শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনা জেলার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।

 

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, নিহত তিন জনই ভাগ্য বদলে চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে এ তিন বাংলাদেশির কর্মীর মৃত্যু হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ কর্মীদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

 

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের লাশ উদ্ধারে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছেন। বৃহস্পতিবার ৪ টায় নিহতদের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য নিহত তিন বাংলাদেশির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহতদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফোনে যোগাযোগ করা হলে, প্রথম সচিব লেবার সুমন চন্দ্র দাস জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। অফিসিয়ালি সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Tag :

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

আপডেট: ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশির কর্মীর পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

 

বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্প থেকে উদ্ধার করা নিহত তিন বাংলাদেশিরা হলেন, শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনা জেলার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।

 

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, নিহত তিন জনই ভাগ্য বদলে চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে এ তিন বাংলাদেশির কর্মীর মৃত্যু হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ কর্মীদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

 

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের লাশ উদ্ধারে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছেন। বৃহস্পতিবার ৪ টায় নিহতদের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য নিহত তিন বাংলাদেশির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহতদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফোনে যোগাযোগ করা হলে, প্রথম সচিব লেবার সুমন চন্দ্র দাস জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। অফিসিয়ালি সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।