ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

বিদেশে গেছে সাড়ে ১১ লাখ নারী কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ নারী কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সরকার দলীয় সংসদ সদস্য আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

মন্ত্রী ইমরান আহমদ বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন ও বাহারাইন। এসব দেশে নারী কর্মীর চাহিদা বেশি।” তাই নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবানন’সহ মোট ৬টি দেশে সেফ জোন আছে বলেও জানান তিনি।

 

সেইসাথে নারী কর্মীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী ইমরান আহমদ।

 

সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে ৪ লাখ ৫৩ হাজার ৩৩৭ কর্মীর (নারী ও পুরুষ) প্রবাসে কর্মসংস্থান হয়েছে। আর গেল ২০২২-২৩ অর্থবছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ ২৫ হাজার ৮২৫ কর্মীর।

 

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

বিদেশে গেছে সাড়ে ১১ লাখ নারী কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট: ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ নারী কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সরকার দলীয় সংসদ সদস্য আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

মন্ত্রী ইমরান আহমদ বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন ও বাহারাইন। এসব দেশে নারী কর্মীর চাহিদা বেশি।” তাই নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবানন’সহ মোট ৬টি দেশে সেফ জোন আছে বলেও জানান তিনি।

 

সেইসাথে নারী কর্মীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী ইমরান আহমদ।

 

সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে ৪ লাখ ৫৩ হাজার ৩৩৭ কর্মীর (নারী ও পুরুষ) প্রবাসে কর্মসংস্থান হয়েছে। আর গেল ২০২২-২৩ অর্থবছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ ২৫ হাজার ৮২৫ কর্মীর।