বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। টুরিস্ট ও ভিজিট ভিসায় ওমানে যাওয়া প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) টাইমস অব ওমানসহ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ওমানে এর আগে ভিজিট ভিসায় প্রবেশকারী প্রবাসীরা ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।
আরওপি এর ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, কয়েক ধরনের ভিসা পাওয়ার নীতি পর্যালোচনার আওতায় সকল দেশের নাগরিকদের জন্য সব ধরনের ট্যুরিস্ট ও ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর স্থগিত করার ঘোষণা দেয়া হলো।
একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা প্রদান বন্ধ থাকবে বলে জানায় রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।