ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

সরকারিভাবে ১২’শ কর্মী নিবে কুয়েত, বেতন ১ লাখ টাকা

Print Friendly, PDF & Email

 

সরকারিভাবে কুয়েতের স্বাস্থ্যখাতে উচ্চ বেতনে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

 

সম্প্রতি বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের স্বাস্থ্যখাতে বোয়েসেলের মাধ্যমে ১ হাজার ২৩২ দক্ষ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে। যাদের প্রত্যেকের বেতন বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার অধিক।

 

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনিস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রীধারী এবং ইংরেজী ভাষায় পারদর্শী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে ২ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান ফেরত কর্মীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

১. পদের নাম: ল্যাবরোটরি টেকনিসিয়ান। পদের সংখ্যা: পুরুষ ৩০৭, নারী ৩০৯। বেতন: ৩০০ কুয়েতি দিনার বা ১ লাখ ৭ হাজার টাকা।

২. পদের নাম: রেডিওলজি টেকনিসিয়ান। পদের সংখ্যা: পুরুষ ৩৮৮, নারী ২২৮। বেতন: ৩০০ কুয়েতি দিনার বা ১ লাখ ৭ হাজার টাকা।

 

চাকরির অন্যান্য শর্তাবলী:

১. পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ২ বছর ৬ মাস থাকতে হবে।
২. প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে।
৩. নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নিজ উদ্যোগে American Heart Association এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে Basic Life Support (BLS) কোর্স সম্পন্ন করতে হবে।
৪. নির্বাচিত প্রার্থীকে GAMCA হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীকে বিএসসি সনদ কুয়েত দূতাবাস, বাংলাদেশ কর্তৃক সত্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. চাকুরির চুক্তি ০১ (এক) বৎসর, যা নবায়নযোগ্য।
৭. কাজের সময় প্রতিদিন ০৮ ঘন্টা, সপ্তাহে ০৬ দিন এবং বাৎসরিক ছুটি ৩০ দিন।
৮. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
৯ . প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে।
১০. চাকুরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে।
১১. অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

 

আবেদন করতে যা যা প্রয়োজন:

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য দিয়ে বোয়েসেলের দেয়া ফরম আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে পূরণ করতে হবে।

 

খরচ:
নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয়, ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। এছাড়াও ভিসা স্ট্যাম্পিং ফি ৭,৩৭০/- (সাত হাজার তিনশত সত্তর) টাকা এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি ৫০০/- (পাঁচশত) প্রদান করতে হবে।

 

এক্ষেত্রে চুড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না। তবে ভিসা ইস্যুর জন্য নির্বাচিত প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কুয়েত গমনে প্রার্থী অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ জমা দেয়া পে-অর্ডার ও ভিসা স্ট্যাম্পিং ফি বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।

 

যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

 

যোগাযোগ নাম্বার:
ফোন +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলে info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েব www.boesl.gov.bd

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

সরকারিভাবে ১২’শ কর্মী নিবে কুয়েত, বেতন ১ লাখ টাকা

আপডেট: ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

সরকারিভাবে কুয়েতের স্বাস্থ্যখাতে উচ্চ বেতনে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

 

সম্প্রতি বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের স্বাস্থ্যখাতে বোয়েসেলের মাধ্যমে ১ হাজার ২৩২ দক্ষ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে। যাদের প্রত্যেকের বেতন বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার অধিক।

 

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনিস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রীধারী এবং ইংরেজী ভাষায় পারদর্শী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে ২ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান ফেরত কর্মীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

১. পদের নাম: ল্যাবরোটরি টেকনিসিয়ান। পদের সংখ্যা: পুরুষ ৩০৭, নারী ৩০৯। বেতন: ৩০০ কুয়েতি দিনার বা ১ লাখ ৭ হাজার টাকা।

২. পদের নাম: রেডিওলজি টেকনিসিয়ান। পদের সংখ্যা: পুরুষ ৩৮৮, নারী ২২৮। বেতন: ৩০০ কুয়েতি দিনার বা ১ লাখ ৭ হাজার টাকা।

 

চাকরির অন্যান্য শর্তাবলী:

১. পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ২ বছর ৬ মাস থাকতে হবে।
২. প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে।
৩. নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নিজ উদ্যোগে American Heart Association এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে Basic Life Support (BLS) কোর্স সম্পন্ন করতে হবে।
৪. নির্বাচিত প্রার্থীকে GAMCA হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীকে বিএসসি সনদ কুয়েত দূতাবাস, বাংলাদেশ কর্তৃক সত্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. চাকুরির চুক্তি ০১ (এক) বৎসর, যা নবায়নযোগ্য।
৭. কাজের সময় প্রতিদিন ০৮ ঘন্টা, সপ্তাহে ০৬ দিন এবং বাৎসরিক ছুটি ৩০ দিন।
৮. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
৯ . প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে।
১০. চাকুরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে।
১১. অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

 

আবেদন করতে যা যা প্রয়োজন:

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য দিয়ে বোয়েসেলের দেয়া ফরম আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে পূরণ করতে হবে।

 

খরচ:
নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয়, ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। এছাড়াও ভিসা স্ট্যাম্পিং ফি ৭,৩৭০/- (সাত হাজার তিনশত সত্তর) টাকা এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি ৫০০/- (পাঁচশত) প্রদান করতে হবে।

 

এক্ষেত্রে চুড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না। তবে ভিসা ইস্যুর জন্য নির্বাচিত প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কুয়েত গমনে প্রার্থী অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ জমা দেয়া পে-অর্ডার ও ভিসা স্ট্যাম্পিং ফি বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।

 

যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

 

যোগাযোগ নাম্বার:
ফোন +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলে info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েব www.boesl.gov.bd