ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘন, বাংলাদেশিসহ ৫ দিনে গ্রেপ্তার ২১৬

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে,টানা ৫ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২১৬ বিদেশী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত।

Print Friendly, PDF & Email

 

অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগ্রি সেম্বিলানে বাংলদেশিসহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে পাঁচ দিনের বিভিন্ন অভিযানে ১১ শিশু সহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করে।

 

সোমবার (৩০ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং জানান, গেল ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া অপস সাবং ব্লিটজে ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে ৭১ জন মহিলা রয়েছেন।

 

কিয়াং জানান, ৭৪ টি অভিযান চালানো হয়েছে। যার মধ্যে ৫০ টি অভিযান অন্যান্য ১০ টি সংস্থার সাথে যৌথভাবে অভিযান চালানো হয়।

 

কিয়াং এক বিবৃতিতে বলেছেন, টানা ৫ দিনের অভিযানে ১ হাজার ৫৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গেপ্তারদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।

 

গ্রেপ্তারদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর নিয়ম ৩৯ (বি) এর অধীনে আরোও অধিকতর তদন্তে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

বিবৃতিতে কিয়াং বলেন, বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন নিলাই ৩ টি শপিং এলাকায়, আসবাবপত্র, কার্পেটের দোকান, খুচরা দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রাঙ্গণে বিদেশিদের বিরুদ্ধে ৩০টি অভিযান চালানো হয়েছে। এসময় ১৮৪ জনের মধ্যে ৩১ জনকে অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

 

এর মধ্যে ১৪ জন পাকিস্তানি, সাতজন বাংলাদেশি, পাঁচজন ইন্দোনেশিয়ান, তিনজন ভারতীয় এবং দুজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া অভিযুক্ত করা হয়েছে তিনজন নিয়োগকর্তাকেও।

 

সেরেম্বান রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেন, বিদেশিরা অভিবাসন বিধি এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন অনুরূপ অভিযান চালানো হবে।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘন, বাংলাদেশিসহ ৫ দিনে গ্রেপ্তার ২১৬

আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগ্রি সেম্বিলানে বাংলদেশিসহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে পাঁচ দিনের বিভিন্ন অভিযানে ১১ শিশু সহ ২১৬ বিদেশিকে গ্রেপ্তার করে।

 

সোমবার (৩০ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং জানান, গেল ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া অপস সাবং ব্লিটজে ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে ৭১ জন মহিলা রয়েছেন।

 

কিয়াং জানান, ৭৪ টি অভিযান চালানো হয়েছে। যার মধ্যে ৫০ টি অভিযান অন্যান্য ১০ টি সংস্থার সাথে যৌথভাবে অভিযান চালানো হয়।

 

কিয়াং এক বিবৃতিতে বলেছেন, টানা ৫ দিনের অভিযানে ১ হাজার ৫৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গেপ্তারদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।

 

গ্রেপ্তারদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর নিয়ম ৩৯ (বি) এর অধীনে আরোও অধিকতর তদন্তে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

বিবৃতিতে কিয়াং বলেন, বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন নিলাই ৩ টি শপিং এলাকায়, আসবাবপত্র, কার্পেটের দোকান, খুচরা দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রাঙ্গণে বিদেশিদের বিরুদ্ধে ৩০টি অভিযান চালানো হয়েছে। এসময় ১৮৪ জনের মধ্যে ৩১ জনকে অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

 

এর মধ্যে ১৪ জন পাকিস্তানি, সাতজন বাংলাদেশি, পাঁচজন ইন্দোনেশিয়ান, তিনজন ভারতীয় এবং দুজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া অভিযুক্ত করা হয়েছে তিনজন নিয়োগকর্তাকেও।

 

সেরেম্বান রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেন, বিদেশিরা অভিবাসন বিধি এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন অনুরূপ অভিযান চালানো হবে।