বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মানামায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টায় বাহরাইনে অবস্থিত রেডিসন ব্লু হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ মাহফুজুর রহমান-এর সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তার বক্তব্যে বলেন, “বাহরাইনে এসে এবং আপনাদের সাথে এই সভায় উপস্থিত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা প্রবাসে কর্মরত রয়েছেন তাঁরা দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ধরনের অবদান রাখছেন। আপনাদের কষ্টে উপার্জিত পারিশ্রমিক যা আপানারা রেমিটেন্স হিসেবে দেশে পাঠাচ্ছেন তা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্নমুখী প্রকল্প হাতে নিয়েছেন।”
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর অনুমোদন ও তাঁর বরাদ্দকৃত অর্থের বিনিময়ে বিশ্বের বুকে সর্বপ্রথম বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মাণ হতে যাচ্ছে স্কুল। আপনারা যারা বাহরাইনে বসবাস করছেন সকলেই এই স্কুল প্রতিষ্ঠার জন্য সহায়তা করবেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশি সবাইকে দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।”
এছাড়া তিনি আরো বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও আর্থ সামাজিক নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের উন্নয়নের অপ্রতিরোধ্য গতি বিশ্ববাসীকে অবাক করেছে। এবং প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে দলমত নির্বিশেষে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস, আলময়য়েড এন্ড পারুক কোম্পানি হতে মি. জামাল আল-মুঈদ ও মিস খাওলা এবং আরব আর্চেটেক্টস হতে মি. মাজেন মুহাম্মদ আরিকাটসহ বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।