ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান তার পরিচয়পত্রের অনুলিপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ্যানি বিন আতানের কাছে পেশ করেছেন।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরিচয়পত্র পেশ করতে গিয়ে চিফ অব প্রটোকল ও হাইকমিশনের মধ্যে হওয়া কার্টেসি বৈঠকে উভয়পক্ষ দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের দূতালয় প্রধান, কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

ইতালিতে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা কূটনীতিক শামীম আহসানকে গত ৬ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার করার সিদ্ধান্তের কথা জানায় সরকার। গত পাঁচদিন আগে নতুন কর্মস্থলে যোগ দিতে মালয়েশিায় যান আহসান। চলতি সপ্তাহে তিনি হাইকমিশনে যোগ দেন।

 

নবনিযুক্ত হাইকমিশনার শামীম আহসান ১১তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে কাজ করেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি রোম, নাইরোবি, দোহা, কুয়েত এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

 

শামীম আহসান বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আপডেট: ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান তার পরিচয়পত্রের অনুলিপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ্যানি বিন আতানের কাছে পেশ করেছেন।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরিচয়পত্র পেশ করতে গিয়ে চিফ অব প্রটোকল ও হাইকমিশনের মধ্যে হওয়া কার্টেসি বৈঠকে উভয়পক্ষ দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের দূতালয় প্রধান, কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

ইতালিতে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা কূটনীতিক শামীম আহসানকে গত ৬ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার করার সিদ্ধান্তের কথা জানায় সরকার। গত পাঁচদিন আগে নতুন কর্মস্থলে যোগ দিতে মালয়েশিায় যান আহসান। চলতি সপ্তাহে তিনি হাইকমিশনে যোগ দেন।

 

নবনিযুক্ত হাইকমিশনার শামীম আহসান ১১তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে কাজ করেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি রোম, নাইরোবি, দোহা, কুয়েত এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

 

শামীম আহসান বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।