কনস্যুলার সেবা পেতে অনলাইনে প্রতারিত হওয়ার বিষয়ে দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
কনস্যুলেট জেনারেলের অফিসিয়াল ফেজবুক পেইজে এক পোস্টের মাধ্যমে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মেম্বারশিপ (প্রবাসী কল্যাণ কার্ড) ইত্যাদি কনস্যুলার সেবা সহজে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
পোস্টে আরো বলা হয়, “বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কোন অর্থ গ্রহণ করে না। এছাড়া শুধু (০৪-২৩৮ ৮১৯৯) এই টেলিফোন নাম্বারের মাধ্যমে কনস্যুলেট হতে সেবাগ্রহীতাদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়।”
এমতবস্থায়, কনস্যুলেটের অভ্যন্তরে নির্দিষ্ট কাউন্টারে এবং রশিদ ব্যতীত কোন অর্থ লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ জানানো হয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে।