সরকারিভাবে রাশিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সম্প্রতি বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির বিভিন্ন সেক্টরে বেশ কিছু পদে ৯৬১ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিবে রাশিয়া। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে আগামী ২২ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এবং স্ব স্ব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তবে সুদান ফেরত কর্মীদের দক্ষতার ভিত্তিতে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
১. পদের নাম: ছাঁচ অপারেটর, পদের সংখ্যা: ২৬০টি, বেতন: ৫৯ হাজার রুবেল বা ৬৫হাজার টাকা।
২. পদের নাম: কংক্রিট ওয়ার্কার, পদের সংখ্যা: ৮০ টি,বেতন: ৫৮ হাজার রুবেল বা ৬৪ হাজার টাকা।
৩. পদের নাম: কনস্ট্রাকশন পেইন্টার, পদের সংখ্যা: ১৬০ টি, বেতন: ৫৬ হাজার রুবেল বা ৬২ হাজার টাকা।
৪. পদের নাম: কার পেইন্টার, পদের সংখ্যা: ১০০ টি, বেতন: ৫৬ হাজার রুবেল বা ৬২ হাজার টাকা।
৫. পদের নাম: ক্রেন অপারেটর, পদের সংখ্যা: ৩৬ টি, বেতন: ৫৪ হাজার রুবেল বা ৫৯ হাজার টাকা।
৬. পদের নাম: ইলেকট্রিক ওয়েল্ডার , পদের সংখ্যা: ৮০ টি, বেতন: ৫৩ হাজার রুবেল বা ৫৮ হাজার টাকা।
৭. পদের নাম: স্টিল ফিক্সার,পদের সংখ্যা: ১১০ টি, বেতন: ৫২ হাজার রুবেল বা ৫৭ হাজার টাকা।
৮. পদের নাম: ওয়েল্ডার (গ্রিড আয়রন, ফ্রেমওয়ার্ক ), পদের সংখ্যা: ৭০ টি, বেতন: ৫১ হাজার রুবেল বা ৫৬ হাজার টাকা।
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা: ৩৫ টি,বেতন: ৫১ হাজার রুবেল বা ৫৬ হাজার টাকা।
১০. পদের নাম: অটোমেশন ইকুইপমেন্ট , পদের সংখ্যা: ১০ টি, বেতন: ৫১ হাজার রুবেল বা ৫৬ হাজার টাকা।
১১. পদের নাম: সাধারণ কর্মী (লোডার), পদের সংখ্যা: ২০ টি, বেতন: ৪৩ হাজার রুবেল বা ৪৬ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দৈনিক ৮ ঘণ্টা ও সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ওভারটাইম করতে পারবে কর্মীরা। চুক্তির মেয়াদ ১ বছর এবং নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল ৩ মাস কাজ করতে পারবে। সেইসাথে কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ এবং কাজের দিনের খাবার নিয়োগদাতা কোম্পানি বহন করবে। তবে কর্মীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
এছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। যা পরবর্তীতে পর্যায়ক্রমে কর্মীর বেতন থেকে সমন্বয় করা হবে। অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে বোয়েসেলের দেয়া ফরম পূরণ করতে হবে। পরে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ১ নং থেকে ১০ নং পদের জন্য ৭০ হাজার টাকা, এবং ১১ নং পদের জন্য ৫৬ হাজার টাকা। মেডিকেল ফি ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি ৯ হাজার ৮শ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।
উল্লেখ্য, ভিসা বা ওয়ার্কপারমিট ইস্যুর জন্য কোনো প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কর্মী রাশিয়া না যেতে চাইলে বোয়েসেলে জমাকৃত পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।
অনলাইনে আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন
যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ।
যোগাযোগ নাম্বার
ফোন +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলে info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েব www.boesl.gov.bd