ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

নিজ বাড়িতে খুন হয়েছেন প্রবাসীর স্ত্রী ও দুই সন্তান।

নিহত জেসিয়া আক্তার, সাত মাস বয়সী শিশু ওজিহা (কোলে) ও নিহত ছোট ছেলে মহিন। ছবি : সংগৃহীত

Print Friendly, PDF & Email

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বাড়িতে খুন হয়েছেন সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই সন্তান। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসীর স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। তবে অক্ষত আছে সাত মাস বয়সী তার আরেক শিশু।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, নিহত জেসি আক্তারের স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসী, তিনি বর্তমানে সৌদি আরব রয়েছে। তিনি বলেন সকালে কাজের মহিলা এসে বাসার গেইট লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ঘরের ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেন বাড়ির লোকজন।

 

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ির কোনো মালামাল খোয়া যায়নি।

 

পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের পিছনের কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। তবে এখনো সন্দেহজনকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

নিজ বাড়িতে খুন হয়েছেন প্রবাসীর স্ত্রী ও দুই সন্তান।

আপডেট: ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বাড়িতে খুন হয়েছেন সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই সন্তান। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসীর স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। তবে অক্ষত আছে সাত মাস বয়সী তার আরেক শিশু।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, নিহত জেসি আক্তারের স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসী, তিনি বর্তমানে সৌদি আরব রয়েছে। তিনি বলেন সকালে কাজের মহিলা এসে বাসার গেইট লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ঘরের ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেন বাড়ির লোকজন।

 

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ির কোনো মালামাল খোয়া যায়নি।

 

পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের পিছনের কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। তবে এখনো সন্দেহজনকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।