ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

শ্রমবাজার ইস্যুতে বাংলাদেশ ও ওমানের প্রতিনিধির বৈঠক

Print Friendly, PDF & Email

 

ওমানে বাংলাদেশি কর্মী পাঠাতে এবং ওমানী কর্মীদের বাংলাদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সমঝোতা স্মারক পর্যালোচনা ও চূড়ান্তকরার বিষয়ে বাংলাদেশ ও ওমান প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওমানের পক্ষে ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি উপস্থিত ছিলেন।

 

সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাংলাদেশ সফরের জন্য ওমান প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০০৮ সালে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ থেকে ওমানে কর্মী পাঠানো হচ্ছে। এবং সমঝোতা স্মারকটি এখনো বহাল রয়েছে। এছাড়া আহমেদ মুনিরুছ সালেহীন ওমানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটির প্রশংসা করেন এবং নীতিগতভাবে সমঝোতা স্মারকের বিষয়বস্তুর সাথে বাংলাদেশ একমত বলে ওমান প্রতিনিধিদলকে অবহিত করেন।

 

একই সাথে সিনিয়র সচিব জানান, সমঝোতা স্মারকটি চূড়ান্তকরার জন্য এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মতামত গ্রহণ করা প্রয়োজন। খসড়া সমঝোতা স্মারকের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মতামত গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে ওমানকে চূড়ান্ত খসড়া সমঝোতা স্মারক পাঠানো হবে বলে জানান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তাছাড়া উভয়পক্ষ খসড়া সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় বা আর্টিকেল নিয়ে বৈঠকে আলোচনা করেন ।

 

এছাড়া বর্তমানে যে সমঝোতা স্মারক অনুযায়ী ওমানে কর্মী নিয়োগ হচ্ছে তার চেয়ে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটিতে উভয় দেশের কর্মীদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ওমান প্রতিনিধিদল।

 

এছাড়া ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি জানান বাংলাদেশের আইসিটি, জ্বালানিসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী ওমান। তিনি আরো জানান, ওমানে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৭ লক্ষ বাংলাদেশি কর্মী বর্তমানে ওমানে কর্মরত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি অনেক বাংলাদেশি কর্মী তাদের পরিবারসহ ওমানে বসবাস করছেন।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম। এছাড়াও ওমান পুলিশের ব্রিগে. জেনারেল মোহাম্মাদ বিন নাছের আল কিনদি, ওমান কনস্যুলার ডিপার্টমেন্টের প্রধান জসিম বিন ঈদ আল সাদি সহ আরো কর্মকর্তারা।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

শ্রমবাজার ইস্যুতে বাংলাদেশ ও ওমানের প্রতিনিধির বৈঠক

আপডেট: ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

ওমানে বাংলাদেশি কর্মী পাঠাতে এবং ওমানী কর্মীদের বাংলাদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সমঝোতা স্মারক পর্যালোচনা ও চূড়ান্তকরার বিষয়ে বাংলাদেশ ও ওমান প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওমানের পক্ষে ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি উপস্থিত ছিলেন।

 

সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাংলাদেশ সফরের জন্য ওমান প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০০৮ সালে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ থেকে ওমানে কর্মী পাঠানো হচ্ছে। এবং সমঝোতা স্মারকটি এখনো বহাল রয়েছে। এছাড়া আহমেদ মুনিরুছ সালেহীন ওমানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটির প্রশংসা করেন এবং নীতিগতভাবে সমঝোতা স্মারকের বিষয়বস্তুর সাথে বাংলাদেশ একমত বলে ওমান প্রতিনিধিদলকে অবহিত করেন।

 

একই সাথে সিনিয়র সচিব জানান, সমঝোতা স্মারকটি চূড়ান্তকরার জন্য এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মতামত গ্রহণ করা প্রয়োজন। খসড়া সমঝোতা স্মারকের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মতামত গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে ওমানকে চূড়ান্ত খসড়া সমঝোতা স্মারক পাঠানো হবে বলে জানান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তাছাড়া উভয়পক্ষ খসড়া সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় বা আর্টিকেল নিয়ে বৈঠকে আলোচনা করেন ।

 

এছাড়া বর্তমানে যে সমঝোতা স্মারক অনুযায়ী ওমানে কর্মী নিয়োগ হচ্ছে তার চেয়ে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটিতে উভয় দেশের কর্মীদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ওমান প্রতিনিধিদল।

 

এছাড়া ওমান রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি জানান বাংলাদেশের আইসিটি, জ্বালানিসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী ওমান। তিনি আরো জানান, ওমানে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৭ লক্ষ বাংলাদেশি কর্মী বর্তমানে ওমানে কর্মরত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপাশি অনেক বাংলাদেশি কর্মী তাদের পরিবারসহ ওমানে বসবাস করছেন।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম। এছাড়াও ওমান পুলিশের ব্রিগে. জেনারেল মোহাম্মাদ বিন নাছের আল কিনদি, ওমান কনস্যুলার ডিপার্টমেন্টের প্রধান জসিম বিন ঈদ আল সাদি সহ আরো কর্মকর্তারা।