ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

কর্মীদের খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার একটি কোম্পানি

Print Friendly, PDF & Email

 

বাংলাদেশের কর্মীদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

 

সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ। মঙ্গলবার (১০ অক্টোবর) হাইকমিশনের প্রেসসচিব সুফি আব্দিল্লাহিল মারুফ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

সচিব জানিয়েছেন, এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বর ২০২১ পরে যে সকল কর্মী বাংলাদেশে ফেরত গেছেন তিনি এ অর্থ প্রাপ্তির জন্য যোগ্য হবেন। এ কোম্পানিতে ইতঃপূর্বে কাজ করা এ ধরনের যোগ্য কর্মীদের hr@unitedplantations.com এ ই-মেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

এই নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরতের জন্য কর্মীরা আগামী ৩০ জুন ২০২৪ এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সাথে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

 

 

নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের কর্মীদের তালিকাও হাইকমিশন থেকে দেওয়া হয়েছে।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

কর্মীদের খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার একটি কোম্পানি

আপডেট: ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশের কর্মীদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

 

সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ। মঙ্গলবার (১০ অক্টোবর) হাইকমিশনের প্রেসসচিব সুফি আব্দিল্লাহিল মারুফ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

সচিব জানিয়েছেন, এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বর ২০২১ পরে যে সকল কর্মী বাংলাদেশে ফেরত গেছেন তিনি এ অর্থ প্রাপ্তির জন্য যোগ্য হবেন। এ কোম্পানিতে ইতঃপূর্বে কাজ করা এ ধরনের যোগ্য কর্মীদের hr@unitedplantations.com এ ই-মেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

এই নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরতের জন্য কর্মীরা আগামী ৩০ জুন ২০২৪ এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সাথে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

 

 

নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের কর্মীদের তালিকাও হাইকমিশন থেকে দেওয়া হয়েছে।