মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মামুন হোসেন জুবায়ের (২১)। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বলিদাহ গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন।
মঙ্গলবার (০৩ সেপ্টম্বর) স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ার জোহর বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারে সদস্যরা গণমাধ্যমকে জানান, “ছয় মাস আগে মামুন মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি চার চাকার একটি ট্রাক চালাতেন। এদিন সকালে তিনি ট্রাকে মালামাল বোঝাই করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এ খবর তার বাড়িতে জানানো হয়।”
এদিকে শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, ‘মামুনের মরদেহ জোহর বারুর একটি হাসপাতালে রাখা আছে।’
অপরদিকে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, ‘নিহত যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পরিবারের সদস্যরা।’