বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।
মঙ্গলবার (০৩ অক্টোবর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সে দেশের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিদে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।”
রাষ্ট্রদূত আরও জানান, “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করা যাবে। এছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।”
রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান জানান, “সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সৌদি অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়া হয় না। তবে স্মার্টকার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে। এছাড়া বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব্যয় নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালাল চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।”
আল-দুহাইলান বলেন, “ঢাকার ৫০টি স্কুলের ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর চক্ষুসেবা দেওয়া হবে। ইবসার’ স্বেচ্ছাসেবা কার্যক্রমের আওতায় বাংলাদেশ ও সৌদি আরবের অভিজ্ঞ চিকিৎসকরা এ সেবা দিচ্ছেন। সৌদি আরবের আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও কেএসরিলিফি-এর ত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টারের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহকারী সুপারভাইজার ড.আকিল আল-গামদি ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রধান ড. আদিল বিন আবদুল আজিজ।