মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের নদীতে লাশ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিকের মৃত্যুর ঘটনা তদন্ত করছে মালয়েশিয়ার পুলিশ।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চিঠির আলোকে তদন্ত করার কথা গত শুক্রবার ইমেইলের মাধ্যমে জানিয়েছে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের পুলিশ কর্তৃপক্ষ। তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত জানাবে বলেও জানিয়েছে সারাওয়াক পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন, হাইকমিশনের প্রথম সচিব ( মিডিয়া উইং) সুফি আব্দুল্লাহিল মারুফ।
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বাংলাদেশি ইরফান সাদিক। গত ১৮ সেপ্টেম্বর সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের নদীতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইরফান সাদিকের লাশ। মৃত শিক্ষার্থীর পরিবার ইতোপূর্বে লিখিতভাবে পোস্টমর্টেম এবং তদন্ত না করার অনুরোধ করে বিধায় মালয়েশিয়ার পুলিশ মামলাটি হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের প্রেক্ষিতে বন্ধ করে দেয়।
পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিল । এর প্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।