প্রবাসী আয় কমার রেকর্ড যেন থামছেই না। চলতি বছরের সেপ্টেম্বর মাস রেকর্ড ভেঙ্গেছে গত ৪১ মাসের। আর এই নিয়ে এ বছরে টানা তৃতীয় মাসের মতো প্রবাসী আয় কমেছে বাংলাদেশের। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় হয়েছে ১ দশিমক ৩৪ বিলিয়ন ডলার।
রবিবার (১ অক্টোবর) প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৩৪ দশমিক ৩৬ কোটি মার্কিন ডলার(যা বাংলাদেশি মুদ্রায় ১০৯ টাকা ৫০ পয়সা ধরে ১৪ হাজার ৭১২ কোটি টাকা)। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয়। যা আগের বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে ১৩ শতাংশ কম। এই মাসে প্রবাসী আয় এসেছে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।
এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকে এসেছে ৩ কোটি ৫১ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার ডলার।
এছাড়া চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে প্রবাসী আয় হয়েছে যথাক্রমে ১ দশিমক ৯৭ বিলিয়ন ডলার এবং ১ দশিমক ৫৯ বিলিয়ন ডলার। আর জুন মাসে প্রবাসী আয় হয় ২ দশিমক ১ বিলিয়ন ডলার। এ নিয়ে চলতি (২০২২-২০২৩) অর্থবছরের ১১ মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৪১ কোটি ডলার। যা এর আগের (২০২১-২০২২) অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ১ দশিমক ১৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের আগের প্রতিবেদন গুলো বলছে , ২০১৯-২০২০ অর্থবছর থেকে চলতি ২০২৩–২৪ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে দেশে সবচেয়ে বেশি পরিমাণ প্রবাসী আয় হয়েছে ২০২০ সালের জুলাই মাসে। সেই এক মাসে প্রবাসী আয় হয়েছে ২৬০ কোটি মার্কিন ডলার।
পরিসংখ্যান থেকে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের থেকে প্রবাসী আয় কম হয়েছে শেষ বার ২০২০ সালের এপ্রিল মাসে। ওই মাসে প্রবাসী আয় এসেছে ১০৯ কোটি মার্কিন ডলার। তখন ছিল করোনা মহামারির প্রথম দিক। যার কারণে প্রবাসী আয় কিছুটা কম হয়ে ছিল। পরে করোনা মহামারি কাটিয়ে প্রবাসী আয় বৃদ্ধি পেলেও বর্তমানে তা নিম্নমুখী। আর এই ডলার–সংকটের এই সময়ে প্রবাসী আয়ের এ পতনকে চলমান সংকটে বড় ধরনের দুঃসংবাদ বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।