ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

প্রবাসী ক‍র্মী বীমা: সুবিধা ও পদ্ধতি বিস্তারিত জেনে নিন

Print Friendly, PDF & Email

 

 

প্রবাসীদের জন্য বাধ্যতামূলক জীবন বীমা চালু করা হয় ২০১৯ সালের ১৯ ডিসেম্বর ৤  ‘প্রবাসী ক‍‍র্মী বীমা’ নামে জীবন বীমা করপোরেশন ও ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের মধ্যে বীমা সংক্রান্ত একটি চুক্তি সই হয়৤ চালুর পর এখন প‍‍র্যন্ত ৩ দফা বীমার শ‍‍র্ত ও সুবিধা পরিব‍‍র্তন করা হয়েছে৤

 

কিভাবে বীমার আওতায় আসছেন প্রবাসীরা: 

২০১৯ সালের ১৯ ডিসেম্বরের পরে যারা বিদেশ গিয়েছেন, তারা ৩ ধাপে বীমা সুবিধা পাচ্ছেন৤  জনশক্তি ক‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি থেকে বিদেশগামী ক‍‍র্মীর নামে ছাড়পত্র বা ক্লিয়ারেন্স নেয়ার সময় অন্যান্য ফি’র সাথে বীমার জন্য ১ হাজার টাকা এক বারই জমা দেয়া হয়৤ তাই বাধ্যতামূলকভাবে সকল ক‍‍র্মী এই বীমার আওতায় আসবেন৤

 

৩ দফা বীমার শ‍‍র্ত বা সুবিধায় পরিব‍‍র্তন আনা হয়েছে:

২০১৯ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত যারা বিদেশ গিয়েছেন তাঁদের জন্য বীমার মেয়াদ হচ্ছে বিএমইটি স্মার্ট কার্ড (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কা‍‍র্ড) পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০২ বছর। এক্ষত্রে গ্রাহকের মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ২ লাখ টাকা।

 

২০২০ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা বিদেশ গিয়েছেন তাঁদের জন্য বীমার মেয়াদও বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০২ বছর। এক্ষত্রে মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ৪ লাখ টাকা।

 

২০২৩ সালের ১ পহেলা জানুয়ারি থেকে যারা বিদেশ যাচ্ছেন তাঁদের বীমার মেয়াদ বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০৫ বছর। আর এক্ষত্রে মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ১০ লাখ টাকা।

 

বীমা গ্রহণকারী কর্মী বিদেশে কাজ না পেয়ে বা চাকরিচ্যুত হয়ে  অথবা যেকোনো কারণে ০৬ মাসের মধ্যে দেশে ফেরত চলে আসলে, তিনি পাবেন ৫০ হাজার টাকা বীমা সুবিধা।

 

বীমার আওতায় অন্যান্য সুবিধা পাবেন:
চুক্তির মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে বা সম্পূর্ণ স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে সম্পূর্ণ বীমার অর্থ পাবেন। এছাড়া আংশিক পঙ্গুত্ব বরণ করলে বীমার একটি নির্দিষ্ট অঙ্ক শতকরা হার হিসেবে পাবেন বীমাকৃত ব্যক্তি।

 

যে কারনে বীমার শর্ত প্রযোজ্য হবে না:
বীমা গ্রহনের ১২ মাসের মধ্যে আত্নহত্যা বা নিজেই নিজের ক্ষতি করলে এবং এইডস বা এইচআইভি সম্পর্কিত রোগে সরাসরি মৃত্যু বা অসুস্থ হলে বীমা কৃত ব্যক্তি বীমার অর্থ পাবেন না। সেইসাথে উচ্চ ঝুঁকিসম্পন্ন খেলা অথবা দু:সাহসিক কার্যকলাপের কারনে মৃত্যু হলে। মদ ও মাদকাশক্তির কারনে মৃত্যু হলে। যুদ্ধ, দাঙ্গা বা সন্ত্রাসী কাজের জন্য মৃত্যু হলে কিংবা গুরুতর অপরাধে আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হলে বীমাকৃত ব্যক্তি বীমার অর্থ পাবেন না।

 

যেভাবে বীমার টাকা পাবেন:

এই চুক্তিপত্র কার্যকর থাকাকালীন বিদেশগামী কর্মী অর্থাৎ বীমা গ্রাহক বহির্গমন ছাড়পত্রের তারিখ হতে পরবর্তী ৫ বছরের মধ্যে বিদেশে বা বাংলাদেশে মৃত্যুবরণ করলে বা সম্পূর্ণ বা আংশিক স্থায়ী পঙ্গু হলে সেক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বীমা দাবীর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র পরিক্ষা নিরীক্ষা করে জীবন বীমা কর্পোরেশনের কাছে সুপারিশ করবে। আর এই সুপারিশের প্রেক্ষিতে চুক্তি অনুসারে জীবন বীমা কর্পোরেশন দাবীর আর্থিক সুবিধা বাংলাদেশি টাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে পরিশোধ করবে। এরপর কল্যাণ বোর্ড সেই অর্থ বীমাকৃত ব্যক্তি বা তার পরিবারের কাছে তুলে দিবেন।

 

ক্ষতিপূরণ পেতে কোথায় যোগাযোগ করতে হবে: 

কোন প্রবাসী বা তার পরিবার এই বীমার দাবির অ‍‍র্থ পেতে হলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডে যোগাযোগ করতে হবে৤ এছাড়া জেলা ক‍‍র্মসংস্থান ও জনশক্তি অফিস, সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং-এ লিখিতভাবে বীমাদাবির বিষয়টি জানাতে পারেন৤ আরো তথ্যের জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের – প্রবাস বন্ধু কল সেন্টার নাম্বারে  – ১৬১৩৫ (টোল ফ্রি)  এবং +৮৮ ০৯৬ ১০১০ ২০৩০ (বিদেশ থেকে) যোগাযোগ করতে পারেন৤

 

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

প্রবাসী ক‍র্মী বীমা: সুবিধা ও পদ্ধতি বিস্তারিত জেনে নিন

আপডেট: ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

 

প্রবাসীদের জন্য বাধ্যতামূলক জীবন বীমা চালু করা হয় ২০১৯ সালের ১৯ ডিসেম্বর ৤  ‘প্রবাসী ক‍‍র্মী বীমা’ নামে জীবন বীমা করপোরেশন ও ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের মধ্যে বীমা সংক্রান্ত একটি চুক্তি সই হয়৤ চালুর পর এখন প‍‍র্যন্ত ৩ দফা বীমার শ‍‍র্ত ও সুবিধা পরিব‍‍র্তন করা হয়েছে৤

 

কিভাবে বীমার আওতায় আসছেন প্রবাসীরা: 

২০১৯ সালের ১৯ ডিসেম্বরের পরে যারা বিদেশ গিয়েছেন, তারা ৩ ধাপে বীমা সুবিধা পাচ্ছেন৤  জনশক্তি ক‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি থেকে বিদেশগামী ক‍‍র্মীর নামে ছাড়পত্র বা ক্লিয়ারেন্স নেয়ার সময় অন্যান্য ফি’র সাথে বীমার জন্য ১ হাজার টাকা এক বারই জমা দেয়া হয়৤ তাই বাধ্যতামূলকভাবে সকল ক‍‍র্মী এই বীমার আওতায় আসবেন৤

 

৩ দফা বীমার শ‍‍র্ত বা সুবিধায় পরিব‍‍র্তন আনা হয়েছে:

২০১৯ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত যারা বিদেশ গিয়েছেন তাঁদের জন্য বীমার মেয়াদ হচ্ছে বিএমইটি স্মার্ট কার্ড (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কা‍‍র্ড) পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০২ বছর। এক্ষত্রে গ্রাহকের মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ২ লাখ টাকা।

 

২০২০ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা বিদেশ গিয়েছেন তাঁদের জন্য বীমার মেয়াদও বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০২ বছর। এক্ষত্রে মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ৪ লাখ টাকা।

 

২০২৩ সালের ১ পহেলা জানুয়ারি থেকে যারা বিদেশ যাচ্ছেন তাঁদের বীমার মেয়াদ বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে পরবর্তী ০৫ বছর। আর এক্ষত্রে মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ১০ লাখ টাকা।

 

বীমা গ্রহণকারী কর্মী বিদেশে কাজ না পেয়ে বা চাকরিচ্যুত হয়ে  অথবা যেকোনো কারণে ০৬ মাসের মধ্যে দেশে ফেরত চলে আসলে, তিনি পাবেন ৫০ হাজার টাকা বীমা সুবিধা।

 

বীমার আওতায় অন্যান্য সুবিধা পাবেন:
চুক্তির মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে বা সম্পূর্ণ স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে সম্পূর্ণ বীমার অর্থ পাবেন। এছাড়া আংশিক পঙ্গুত্ব বরণ করলে বীমার একটি নির্দিষ্ট অঙ্ক শতকরা হার হিসেবে পাবেন বীমাকৃত ব্যক্তি।

 

যে কারনে বীমার শর্ত প্রযোজ্য হবে না:
বীমা গ্রহনের ১২ মাসের মধ্যে আত্নহত্যা বা নিজেই নিজের ক্ষতি করলে এবং এইডস বা এইচআইভি সম্পর্কিত রোগে সরাসরি মৃত্যু বা অসুস্থ হলে বীমা কৃত ব্যক্তি বীমার অর্থ পাবেন না। সেইসাথে উচ্চ ঝুঁকিসম্পন্ন খেলা অথবা দু:সাহসিক কার্যকলাপের কারনে মৃত্যু হলে। মদ ও মাদকাশক্তির কারনে মৃত্যু হলে। যুদ্ধ, দাঙ্গা বা সন্ত্রাসী কাজের জন্য মৃত্যু হলে কিংবা গুরুতর অপরাধে আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হলে বীমাকৃত ব্যক্তি বীমার অর্থ পাবেন না।

 

যেভাবে বীমার টাকা পাবেন:

এই চুক্তিপত্র কার্যকর থাকাকালীন বিদেশগামী কর্মী অর্থাৎ বীমা গ্রাহক বহির্গমন ছাড়পত্রের তারিখ হতে পরবর্তী ৫ বছরের মধ্যে বিদেশে বা বাংলাদেশে মৃত্যুবরণ করলে বা সম্পূর্ণ বা আংশিক স্থায়ী পঙ্গু হলে সেক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বীমা দাবীর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র পরিক্ষা নিরীক্ষা করে জীবন বীমা কর্পোরেশনের কাছে সুপারিশ করবে। আর এই সুপারিশের প্রেক্ষিতে চুক্তি অনুসারে জীবন বীমা কর্পোরেশন দাবীর আর্থিক সুবিধা বাংলাদেশি টাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে পরিশোধ করবে। এরপর কল্যাণ বোর্ড সেই অর্থ বীমাকৃত ব্যক্তি বা তার পরিবারের কাছে তুলে দিবেন।

 

ক্ষতিপূরণ পেতে কোথায় যোগাযোগ করতে হবে: 

কোন প্রবাসী বা তার পরিবার এই বীমার দাবির অ‍‍র্থ পেতে হলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডে যোগাযোগ করতে হবে৤ এছাড়া জেলা ক‍‍র্মসংস্থান ও জনশক্তি অফিস, সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং-এ লিখিতভাবে বীমাদাবির বিষয়টি জানাতে পারেন৤ আরো তথ্যের জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের – প্রবাস বন্ধু কল সেন্টার নাম্বারে  – ১৬১৩৫ (টোল ফ্রি)  এবং +৮৮ ০৯৬ ১০১০ ২০৩০ (বিদেশ থেকে) যোগাযোগ করতে পারেন৤