ঢাকা , শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘প্রবাসী ক‍র্মী বীমা’: মন্ত্রী ইমরান আহমদ

Print Friendly, PDF & Email

 

প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয়ের মানবিক ও সফল এক উদ্যোগ হচ্ছে জীবন বীমা চালু করা৤ বিশেষ করে প্রবাসী ক‍‍র্মী ও তাদের পরিবারের জন্য এই ‘প্রবাসী ক‍র্মী বীমা’ স্কীম খুবই উপকারে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ৤ তিনি বলেন, প্রবাসীরা দেশের অ‍‍র্থনীতিকে গতিশীল রেখেছেন৤ প্রবাসীরা দেশকে অনেক দিয়েছেন, এই রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সম্মান দেয়া ও কল্যাণ নিশ্চিত করাই তাঁর মন্ত্রণালয়ের প্রধান কাজ৤ সেই চেষ্টার একটি হচ্ছে ‘প্রবাসী ক‍র্মী বীমা’৤

 

২০১৯ সালের ১৯ ডিসেম্বর এই বীমা চালু করা হয়৤ সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ও ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের মধ্যে বীমা সংক্রান্ত একটি চুক্তি সই হয়৤ চালুর পর এখন প‍‍র্যন্ত ৩ দফা বীমার শ‍‍র্ত ও সুবিধা পরিব‍‍র্তন করা হয়েছে৤  সবশেষ বীমা চুক্তি অনুযায়ি, বিদেশ যাওয়ার আগে বিএমইটি ক্লিয়ারেন্স নেয়ার সময় বাধ্যতামূলক নিয়মে মাত্র ১ হাজার টাকা একবার দিয়েই এই বীমার সুবিধা পাচ্ছেন প্রবাসীরা৤

 

মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসীরা বিদেশে নানা ঝুঁকিপূ‍‍র্ণ কাজ করেন৤ অনেকেই দু‍‍র্ঘটনার শিকার হতে পারে, বিদেশে কোন প্রবাসী মৃত্যু হলে, তার পরিবার একেবারেই দিশেহার হয়ে যায়৤ বিশেষ করে পরিবারের উ‍‍পা‍‍র্জন  করা মানুষটির কোন সমস্যা হলে কোন উপায় থাকে না৤ কিন্তু এই বীমা চালুর ফলে সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কমেছে৤ যদিও একজন প্রবাসীও বিদেশের মাটিতে দু‍‍র্ঘটনাকবলিত হোক বা মারা যাক, তা কেউই চায় না৤ কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হলে আগে তো এ ধরণের কোন সহায়তা ছিল না৤ তাই প্রবাসীদের কল্যাণেই এই জীবন বীমা চালু করা হয়েছে৤

 

৬ মাসের মধ্যে সুদান থেকে ফিরে আসা ক‍র্মীদের ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান (সাম্প্রতিক ছবি-প্রবাস বা‍র্তা)

 

মন্ত্রী জানান, শুরুতে এই বীমার সুবিধা বা কাভারেজের মেয়াদ ছিল ২ বছর৤ তখন মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ২ লাখ টাকা৤ এর পরে বীমা দাবির মৃত্যুজনিত অ‍‍র্থের পরিমান করা হয়েছে ৪ লাখ টাকা৤ আর সব শেষ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে যারা বিদেশে যাচ্ছেন, তাদের জন্য বীমার মেয়াদ করা হয়েছে ৫ বছর৤ শুধু তাই নয়, এখন মৃত্যু জনিত বীমা দাবির অ‍‍র্থের পরিমান ১০ লাখ টাকা৤  প্রবাসীরা কেউ বিদেশে মারা গেলে তার পরিবার ১০ লাখ টাকা সহায়তা পাবে৤

 

ইমরান আহমদ বলেন, প্রবাসীদের এই বীমার সুবিধা শুধু মৃত্যুর পরে তার পরিবার পাবে এমনটি নয়৤ নতুন চুক্তি অনুযায়ি কোন প্রবাসী যদি বিদেশে যাওয়ার পর ৬ মাসের মধ্যে যেকোনো কারণে ফিরে আসে, তাহলে তিনি পাবেন ৫০ হাজার টাকা৤  যে একেবারে সব হারিয়ে ফিরে আসে, তার জন্য এই ৫০ হাজার টাকা একটু হলেও কাজে আসবে৤  মন্ত্রী বলেন, এই বীমার প্রতিটি শ‍‍র্তই রাখা হয়েছে প্রবাসীদের কল্যাণ মাথায় রেখে৤ এছাড়া দু‍‍‍‍র্ঘটনার গুরুতর আহতরাও বীমার আওতায় আ‍‍র্থিক সহায়তা পাবে৤

 

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করাই এই মন্ত্রণালয়ের কাজ৤ এজন্যই প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের বিভিন্ন সেবা চালু রয়েছে৤ যেমন, কোন প্রবাসী বিদেশে মারা গেলে, দাফনের জন্য বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়৤ এর পর তার পরিবারকে ৩ লাখ টাকার সহায়তা দেয়া হয়৤ যাতে করে ঐ পরিবার বা প্রবাসীর সন্তানরা চলতে পারে৤ এছাড়া অসুস্থ প্রবাসীকে আ‍‍র্থিক সহায়তা দেয়া, প্রবাসীর সন্তানদের বৃত্তি দেয়াসহ নানা সেবা আগে থেকেই চালু রয়েছে৤

 

প্রবাসী ও তাদের পরিবারে জন্য বিমানবন্দরের কাছে নামমাত্র খরচে হোস্টেল সুবিধায় বঙ্গবন্ধু ওয়েজ আ‍‍র্না‍‍র্স সেন্টার চালু করা হয়েছে৤ এছাড়া প্রবাসী ও পরিবারের সদস্যদের জন্য একটি হাসপাতাল নি‍‍র্মাণ করা হচ্ছে৤ এসবই করা হচ্ছে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সম্মান দেয়ার জন্য৤

 

কোন প্রবাসী বা তার পরিবার এই বীমার দাবির অ‍‍র্থ পেতে হলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডে যোগাযোগ করতে হবে৤ এছাড়া জেলা ক‍‍র্মসংস্থান ও জনশক্তি অফিস, সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং-এ লিখিতভাবে বীমাদাবির বিষয়টি জানাতে পারেন৤ আরো তথ্যের জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের – প্রবাস বন্ধু কল সেন্টার  – ১৬১৩৫ (টোল ফ্রি)  এবং +৮৮ ০৯৬ ১০১০ ২০৩০ (বিদেশ থেকে) নাম্বারে যোগাযোগ করতে পারেন৤

 

Tag :

প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘প্রবাসী ক‍র্মী বীমা’: মন্ত্রী ইমরান আহমদ

আপডেট: ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয়ের মানবিক ও সফল এক উদ্যোগ হচ্ছে জীবন বীমা চালু করা৤ বিশেষ করে প্রবাসী ক‍‍র্মী ও তাদের পরিবারের জন্য এই ‘প্রবাসী ক‍র্মী বীমা’ স্কীম খুবই উপকারে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ৤ তিনি বলেন, প্রবাসীরা দেশের অ‍‍র্থনীতিকে গতিশীল রেখেছেন৤ প্রবাসীরা দেশকে অনেক দিয়েছেন, এই রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সম্মান দেয়া ও কল্যাণ নিশ্চিত করাই তাঁর মন্ত্রণালয়ের প্রধান কাজ৤ সেই চেষ্টার একটি হচ্ছে ‘প্রবাসী ক‍র্মী বীমা’৤

 

২০১৯ সালের ১৯ ডিসেম্বর এই বীমা চালু করা হয়৤ সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ও ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের মধ্যে বীমা সংক্রান্ত একটি চুক্তি সই হয়৤ চালুর পর এখন প‍‍র্যন্ত ৩ দফা বীমার শ‍‍র্ত ও সুবিধা পরিব‍‍র্তন করা হয়েছে৤  সবশেষ বীমা চুক্তি অনুযায়ি, বিদেশ যাওয়ার আগে বিএমইটি ক্লিয়ারেন্স নেয়ার সময় বাধ্যতামূলক নিয়মে মাত্র ১ হাজার টাকা একবার দিয়েই এই বীমার সুবিধা পাচ্ছেন প্রবাসীরা৤

 

মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসীরা বিদেশে নানা ঝুঁকিপূ‍‍র্ণ কাজ করেন৤ অনেকেই দু‍‍র্ঘটনার শিকার হতে পারে, বিদেশে কোন প্রবাসী মৃত্যু হলে, তার পরিবার একেবারেই দিশেহার হয়ে যায়৤ বিশেষ করে পরিবারের উ‍‍পা‍‍র্জন  করা মানুষটির কোন সমস্যা হলে কোন উপায় থাকে না৤ কিন্তু এই বীমা চালুর ফলে সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কমেছে৤ যদিও একজন প্রবাসীও বিদেশের মাটিতে দু‍‍র্ঘটনাকবলিত হোক বা মারা যাক, তা কেউই চায় না৤ কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হলে আগে তো এ ধরণের কোন সহায়তা ছিল না৤ তাই প্রবাসীদের কল্যাণেই এই জীবন বীমা চালু করা হয়েছে৤

 

৬ মাসের মধ্যে সুদান থেকে ফিরে আসা ক‍র্মীদের ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান (সাম্প্রতিক ছবি-প্রবাস বা‍র্তা)

 

মন্ত্রী জানান, শুরুতে এই বীমার সুবিধা বা কাভারেজের মেয়াদ ছিল ২ বছর৤ তখন মৃত্যুজনিত কারণে বীমা দাবির অর্থের পরিমান ২ লাখ টাকা৤ এর পরে বীমা দাবির মৃত্যুজনিত অ‍‍র্থের পরিমান করা হয়েছে ৪ লাখ টাকা৤ আর সব শেষ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে যারা বিদেশে যাচ্ছেন, তাদের জন্য বীমার মেয়াদ করা হয়েছে ৫ বছর৤ শুধু তাই নয়, এখন মৃত্যু জনিত বীমা দাবির অ‍‍র্থের পরিমান ১০ লাখ টাকা৤  প্রবাসীরা কেউ বিদেশে মারা গেলে তার পরিবার ১০ লাখ টাকা সহায়তা পাবে৤

 

ইমরান আহমদ বলেন, প্রবাসীদের এই বীমার সুবিধা শুধু মৃত্যুর পরে তার পরিবার পাবে এমনটি নয়৤ নতুন চুক্তি অনুযায়ি কোন প্রবাসী যদি বিদেশে যাওয়ার পর ৬ মাসের মধ্যে যেকোনো কারণে ফিরে আসে, তাহলে তিনি পাবেন ৫০ হাজার টাকা৤  যে একেবারে সব হারিয়ে ফিরে আসে, তার জন্য এই ৫০ হাজার টাকা একটু হলেও কাজে আসবে৤  মন্ত্রী বলেন, এই বীমার প্রতিটি শ‍‍র্তই রাখা হয়েছে প্রবাসীদের কল্যাণ মাথায় রেখে৤ এছাড়া দু‍‍‍‍র্ঘটনার গুরুতর আহতরাও বীমার আওতায় আ‍‍র্থিক সহায়তা পাবে৤

 

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করাই এই মন্ত্রণালয়ের কাজ৤ এজন্যই প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের বিভিন্ন সেবা চালু রয়েছে৤ যেমন, কোন প্রবাসী বিদেশে মারা গেলে, দাফনের জন্য বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়৤ এর পর তার পরিবারকে ৩ লাখ টাকার সহায়তা দেয়া হয়৤ যাতে করে ঐ পরিবার বা প্রবাসীর সন্তানরা চলতে পারে৤ এছাড়া অসুস্থ প্রবাসীকে আ‍‍র্থিক সহায়তা দেয়া, প্রবাসীর সন্তানদের বৃত্তি দেয়াসহ নানা সেবা আগে থেকেই চালু রয়েছে৤

 

প্রবাসী ও তাদের পরিবারে জন্য বিমানবন্দরের কাছে নামমাত্র খরচে হোস্টেল সুবিধায় বঙ্গবন্ধু ওয়েজ আ‍‍র্না‍‍র্স সেন্টার চালু করা হয়েছে৤ এছাড়া প্রবাসী ও পরিবারের সদস্যদের জন্য একটি হাসপাতাল নি‍‍র্মাণ করা হচ্ছে৤ এসবই করা হচ্ছে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সম্মান দেয়ার জন্য৤

 

কোন প্রবাসী বা তার পরিবার এই বীমার দাবির অ‍‍র্থ পেতে হলে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডে যোগাযোগ করতে হবে৤ এছাড়া জেলা ক‍‍র্মসংস্থান ও জনশক্তি অফিস, সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং-এ লিখিতভাবে বীমাদাবির বিষয়টি জানাতে পারেন৤ আরো তথ্যের জন্য ওয়েজ আ‍‍র্না‍‍র্স কল্যাণ বো‍‍র্ডের – প্রবাস বন্ধু কল সেন্টার  – ১৬১৩৫ (টোল ফ্রি)  এবং +৮৮ ০৯৬ ১০১০ ২০৩০ (বিদেশ থেকে) নাম্বারে যোগাযোগ করতে পারেন৤