বাংলাদেশের একটি আলোচিত শ্রমবাজার সিঙ্গাপুর। নির্মাণ খাত, ড্রাইভিং, হোটেল ক্লিনার কিংবা রান্নার শেফ’সহ বিভিন্ন কাজে বাংলাদেশ থেকে প্রতিবছর অর্ধলক্ষাধিক কর্মী যাচ্ছে দেশটিতে।
তবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী যেতে হলে আগে নির্ধারিত কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হত দেশটিতে। এখন সেই বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গেল সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সহকারী সচিব মোঃ আনোয়ার সাদাত সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নির্মাণ খাতে কাজের উদ্দেশ্যে যেসকল কর্মী বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন অতঃপর দেশে ফিরে এসেছেন কিংবা নির্মাণ ব্যতীত অন্যান্য খাতে কর্মীদের সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে অনুমোদিত Sending Organization এর মাধ্যমে দেশটিতে যাওয়ার কোন বাধ্যবাধকতা থাকছে না।
একইসাথে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিঙ্গাপুরে নির্মাণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ফেরত আসা কর্মীদের পুনরায় দেশটিতে গমন কিংবা নির্মাণ খাত ব্যতীত অন্যান্য খাতে যাওয়ার ক্ষেত্রে যে কোন বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে যেতে পারবেন কর্মীরা।
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সি কর্মীদের সিঙ্গাপুর নিয়ে কাজের প্রশিক্ষণ দিবেন। এরপর সেখানে নির্দিষ্ট কাজের উপর দক্ষতা অর্জন করে কোম্পানিতে যোগ দিবেন। এই শর্তে দেশটিতে কয়েক হাজার কর্মী পাঠায় এজেন্সিগুলো। তবে এদের অধিকাংশ কর্মী দেশটিতে গিয়ে দক্ষতা অর্জন করতে না পারায় সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের আবার দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রে দক্ষ না হয়ে সিঙ্গাপুর যেতে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।